বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জীবন্ত ভালবাসার গল্প

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এম.এ আব্দুল্লাহ শেখ (০ পয়েন্ট)

X জীবন্ত ভালবাসার গল্প ফোনটা সেই তখন থেকে বেজে চলছে । স্থির হয়ে বসে আছে মালিহা , মোবাইল ফোনটার দিকে কড়া নজর……..!! দুই বছর পর সেই মানুষের চেনা নাম্বার থেকে ফোন। হাত পা শীতল হয়ে আসছে । কপালে বিন্দু বিন্দু ঘামের ফোটা গাড় হয়ে গড়ানোর উপক্রম হতেই সম্ভিত ফিরে পেল মালিহা……..। অবশ্য ফোনের রিংটোন টা পছন্দসই সেট করায় সময় গুলো তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যাছে। একবার ভাবছে ফোনটা ধরবে , আবার ভাবছে ভেতরকার গুমোট অভিমান আর…….. আর ভাবতে না পেরে ফোনটা ছুড়ে মারে বিছানায় । কান্না করে চোখ মুছে ফোনটা হাতে নেয় আবার। আর জেদ ধরে রাখা সম্ভবপর হল না। – হ্যালো – …..!! – হ্যালো মালিহা । – হ্যাএএএ…!! – চুপ কেন ?? – এমনি… – কেমন আছ ?? – জানিনা – না জানার কারন ?? – জানিনা … – বুঝেছি – কি – না জানার কারন – কি কারন – বলব না… – কেনো ?? – জানিনা – কেন জানোনা?? – তুমি যেমন জানোনা কেমন আছো এর উত্তর…..!! – এইসব খুনসুটি এখন শুধু স্মৃতি….!! – এখন ও কি অভিমান নিয়ে কথা বলবে ?? – কি করছ এখন ?? – বারান্দায় দাঁড়িয়ে তারা গুনছি । – এই সময় বাইরে কি ? ঘরে যাও। – হাহাহা……আমার জন্য পিছুটান রেখো না। …. ওপাশটাতে শুধু কান্নার শব্দ গুলোই কানে আসে অনিকের । – বিয়েতে দাওয়াত পেয়ে কি নিজেকে ধন্যদের তালিকায় তালিকাবদ্ধ করতে পারি ?? – অবলীলায় কথাগুলা বলে ফেলছো ? তোমার খারাপ লাগেনা….. cry emoticon ?? – লাগতো….এখন আর লাগেনা । সময়ের স্রোতে কষ্টগুলো ধুয়ে গেছে । আর কিছু কষ্ট জমাট বেঁধে তলানী পড়েছে । ওগুলো কখনও খোঁচাবেনা আমায় । ফোন রেখে দেয় মালিহা………!! পরিবারের কাছে দায়বদ্ধ বলে গলাটিপে ভালোবাসাকে চোরাবালিতে ছুঁড়ে ফেলেছে। ছেলেটা বোঝে সব । তবু না বোঝার ভান করে । সবাই যে অভিনেতা এই পৃথিবীতে । ভালোবাসা……..??? সেটাও তো এক অভি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৮৩৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now