বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা বাবার দায়িত্ব কী?

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মানসূর আহমাদ (০ পয়েন্ট)

X আব্দুর রহিম সাহেব খুব ধার্মিক লোক। ৫ ওয়াক্ত নামাজ পড়ে। বয়সের কারনে দাড়ি-ও রেখেছে। তার একটি মাত্র মেয়ে, খুব আদরের। ক্লাস এইটে পড়ে। সবে মাত্র তার মেয়েটি সাবালিকা হয়ে উঠছে। এবারের ঈদে এক ইন্ডিয়ান তারকার একটি ড্রেস বেড়িয়েছে। আব্দুর রহিম সাহেব মেয়েকে সঙ্গে করে মার্কেটে নিয়ে গিয়ে সেই ড্রেসটি অত্যাধিক মূল্য হওয়া সত্ত্বেও মেয়ে কিনে দিল। ড্রেসটি খুব পাতলা এবং এর কাটিং এমন যে এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ ভিন্ন আঙ্গিকে প্রদর্শিত হয়। . . তার মেয়ে ড্রেসটি গায়ে দিয়ে রাস্তায় বের হল, কতিপয় পথিমধ্যে বখাটে দ্বারা অশালীন মন্তব্য, টিজিং এর শিকার হল। বাসায় ফিরে সে তার বাবাকে বিষয়টি জানাল। . . . এবার একটু ভেবে বলুন তো- এই টিজিং-এর জন্য আব্দুর রহিম সাহেব কি দায়ী হবে?? আব্দুর রহিম সাহেব তো খুব ধার্মিক লোক, ৫ ওয়াক্ত নামাজী মানুষ। . যদিও আব্দুর রহিম সাহেব ধার্মিক এবং ৫ ওয়াক্ত নামাজী মানুষ, কিন্তু আপনি বিশ্বাস করুন বিচারের মাঠে তার মেয়েকে অশালীন পথে চলতে সাহায্য করার জন্য আব্দুর রহিম সাহেবকে জাহান্নামে যেতে হবে। সে যত বড়-ই ধার্মিক হবে তাতে কোন লাভ হবে না। . কেননা সে নিজে যদিও ৫ ওয়াক্ত নামাজী মানুষ, কিন্তু সে নিজেই পাপের পথ খুলতে সাহায্য করেছে। এর ফলে তার মেয়ের এবং ঐ বখাটে ছেলেদের দ্বারা যত পাপ হবে, সমপরিমান পাপ তার নিজের হবে। মহান আল্লাহ্ বলেছেন- "তোমরা পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সুরা আল মাইদাঃ ২) . এক্ষেত্রে আব্দুর রহিম সাহেবের উচিৎ ছিল- মেয়ে নিজেই যদি ঐ ধরনের পোশাক পরিধান করে রাস্তায় ঘুরা- ফেরা করতে বায়না ধরত তবে তার বাঁধা দেয়া, শাসন করা, মেয়েকে বোঝানো। . মহান ল্লাহ বলেন- " হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে। (সুরা আত- তাহরীমঃ ৬) . কিন্তু আব্দুর রহিম সাহেব নিজেই তার আদরের মেয়েকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, এবং নিজেও জাহান্নামের যাওয়ার প্রস্তুতি নিয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৪০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • মানসূর আহমাদ
    Golpobuzz ৭ বছর, ২ মাস পুর্বে
    তথাকথিত সমৃদ্ধ নাস্তিকদের সঙ্গে কথা বলার ইচ্ছে আমার নেই। মনে রাখবেন, "অন্তরে বক্রতা থাকলে প্রত্যেক বিষয়ে বিতর্ক খোঁজে পাওয়া যায়। "

  • পরজ
    User ৭ বছর, ২ মাস পুর্বে
    আপনার না জানারই কথা, ধর্ম আর ভাষা এক নয়। ঐ মুসলিম সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ যেখানে মাতৃভাষার জন্যে রক্তপাত হয়, যার সম্মানার্থে আন্তর্জাতিক ভাষা দিবস। ভাষাটা ছিল বাংলা। যাই হোক আপনার সাথে এই নিয়ে কথা বলার অভিপ্রায় নেই। যদি কোনো দিন নিজেকে সমৃদ্ধ করতে পারেন সেদিন দেখা যাবে। এবার আমার গর্দান নেওয়ার কথা ভাববেন হয়তো।

  • মানসূর আহমাদ
    Golpobuzz ৭ বছর, ২ মাস পুর্বে
    আমি বাঙালি নই; আমি মুসলিম। আমি পৃথিবীর সবকিছু ছুড়ে ফেলে আল্লাহর সামনে গর্দান নত করি। সেটা আপনার মতো নাস্তিকের ভালো লাগুক বা নাই লাগুক।

  • paraz
    User ৭ বছর, ২ মাস পুর্বে
    আপনি পর্দার সমর্থক। বাঙালী হিসেবে আপনার মানসিকতা আরও অনেক উদার হওয়া উচিৎ ছিল। মানুষ হিসেবে একজন সব স্বাধীনতা পায় প্রকৃতির থেকে, ধর্ম আর সমাজ সে সব ছিনিয়ে নেয়। আপনিও সে প্রথা বয়ে বেরাচ্ছেন যার উত্তর হিসেবে আপনার কাছে কয়েকটা সুরা বা কয়েকটা মন্ত্র ছাড়া কিচ্ছু থাকবে না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিবেক না থাকলে আমি আপনাকে দাস বানিইয়ে আমার মর্জি মত থাকতে বাধ্য করলে আপনার কি অবস্থা হবে কল্পনা করুন, এবার ভাবুন আপনার পুরুষতন্ত্রে ঐ জীবন কাটাচ্ছে আপনার মা, বোন, মেয়ে। কি ভাবে পারবেন মানতে? মৃত্যুর পরের কথা ভাবা ছাড়ুন স্বার্থপরের মত। আগে যাদের নিয়ে বেঁচে আছেন, যাদের জন্যে বেঁচে আছেন তাদের কথা ভাবুন। কারণ আপনি মানুষ।

  • paraz
    Guest ৭ বছর, ২ মাস পুর্বে
    আপনি পর্দার সমর্থক। বাঙালী হিসেবে আপনার মানসিকতা আরও অনেক উদার হওয়া উচিৎ ছিল। মানুষ হিসেবে একজন সব স্বাধীনতা পায় প্রকৃতির থেকে, ধর্ম আর সমাজ সে সব ছিনিয়ে নেয়। আপনিও সে প্রথা বয়ে বেরাচ্ছেন যার উত্তর হিসেবে আপনার কাছে কয়েকটা সুরা বা কয়েকটা মন্ত্র ছাড়া কিচ্ছু থাকবে না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিবেক না থাকলে আমি আপনাকে দাস বানিইয়ে আমার মর্জি মত থাকতে বাধ্য করলে আপনার কি অবস্থা হবে কল্পনা করুন, এবার ভাবুন আপনার পুরুষতন্ত্রে ঐ জীবন কাটাচ্ছে আপনার মা, বোন, মেয়ে। কি ভাবে পারবেন মানতে? মৃত্যুর পরের কথা ভাবা ছাড়ুন স্বার্থপরের মত। আগে যাদের নিয়ে বেঁচে আছেন, যাদের জন্যে বেঁচে আছেন তাদের কথা ভাবুন। কারণ আপনি মানুষ।

  • paraz
    Guest ৭ বছর, ২ মাস পুর্বে
    আপনি পর্দার সমর্থক। বাঙালী হিসেবে আপনার মানসিকতা আরও অনেক উদার হওয়া উচিৎ ছিল। মানুষ হিসেবে একজন সব স্বাধীনতা পায় প্রকৃতির থেকে, ধর্ম আর সমাজ সে সব ছিনিয়ে নেয়। আপনিও সে প্রথা বয়ে বেরাচ্ছেন যার উত্তর হিসেবে আপনার কাছে কয়েকটা সুরা বা কয়েকটা মন্ত্র ছাড়া কিচ্ছু থাকবে না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিবেক না থাকলে আমি আপনাকে দাস বানিইয়ে আমার মর্জি মত থাকতে বাধ্য করলে আপনার কি অবস্থা হবে কল্পনা করুন, এবার ভাবুন আপনার পুরুষতন্ত্রে ঐ জীবন কাটাচ্ছে আপনার মা, বোন, মেয়ে। কি ভাবে পারবেন মানতে? মৃত্যুর পরের কথা ভাবা ছাড়ুন স্বার্থপরের মত। আগে যাদের নিয়ে বেঁচে আছেন, যাদের জন্যে বেঁচে আছেন তাদের কথা ভাবুন। কারণ আপনি মানুষ।

  • paraz
    Guest ৭ বছর, ২ মাস পুর্বে
    আপনি পর্দার সমর্থক। বাঙালী হিসেবে আপনার মানসিকতা আরও অনেক উদার হওয়া উচিৎ ছিল। মানুষ হিসেবে একজন সব স্বাধীনতা পায় প্রকৃতির থেকে, ধর্ম আর সমাজ সে সব ছিনিয়ে নেয়। আপনিও সে প্রথা বয়ে বেরাচ্ছেন যার উত্তর হিসেবে আপনার কাছে কয়েকটা সুরা বা কয়েকটা মন্ত্র ছাড়া কিচ্ছু থাকবে না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিবেক না থাকলে আমি আপনাকে দাস বানিইয়ে আমার মর্জি মত থাকতে বাধ্য করলে আপনার কি অবস্থা হবে কল্পনা করুন, এবার ভাবুন আপনার পুরুষতন্ত্রে ঐ জীবন কাটাচ্ছে আপনার মা, বোন, মেয়ে। কি ভাবে পারবেন মানতে? মৃত্যুর পরের কথা ভাবা ছাড়ুন স্বার্থপরের মত। আগে যাদের নিয়ে বেঁচে আছেন, যাদের জন্যে বেঁচে আছেন তাদের কথা ভাবুন। কারণ আপনি মানুষ।

  • paraz
    Guest ৭ বছর, ২ মাস পুর্বে
    আপনি পর্দার সমর্থক। বাঙালী হিসেবে আপনার মানসিকতা আরও অনেক উদার হওয়া উচিৎ ছিল। মানুষ হিসেবে একজন সব স্বাধীনতা পায় প্রকৃতির থেকে, ধর্ম আর সমাজ সে সব ছিনিয়ে নেয়। আপনিও সে প্রথা বয়ে বেরাচ্ছেন যার উত্তর হিসেবে আপনার কাছে কয়েকটা সুরা বা কয়েকটা মন্ত্র ছাড়া কিচ্ছু থাকবে না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিবেক না থাকলে আমি আপনাকে দাস বানিইয়ে আমার মর্জি মত থাকতে বাধ্য করলে আপনার কি অবস্থা হবে কল্পনা করুন, এবার ভাবুন আপনার পুরুষতন্ত্রে ঐ জীবন কাটাচ্ছে আপনার মা, বোন, মেয়ে। কি ভাবে পারবেন মানতে? মৃত্যুর পরের কথা ভাবা ছাড়ুন স্বার্থপরের মত। আগে যাদের নিয়ে বেঁচে আছেন, যাদের জন্যে বেঁচে আছেন তাদের কথা ভাবুন। কারণ আপনি মানুষ।

  • paraz
    Guest ৭ বছর, ২ মাস পুর্বে
    আপনি পর্দার সমর্থক। বাঙালী হিসেবে আপনার মানসিকতা আরও অনেক উদার হওয়া উচিৎ ছিল। মানুষ হিসেবে একজন সব স্বাধীনতা পায় প্রকৃতির থেকে, ধর্ম আর সমাজ সে সব ছিনিয়ে নেয়। আপনিও সে প্রথা বয়ে বেরাচ্ছেন যার উত্তর হিসেবে আপনার কাছে কয়েকটা সুরা বা কয়েকটা মন্ত্র ছাড়া কিচ্ছু থাকবে না, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। বিবেক না থাকলে আমি আপনাকে দাস বানিইয়ে আমার মর্জি মত থাকতে বাধ্য করলে আপনার কি অবস্থা হবে কল্পনা করুন, এবার ভাবুন আপনার পুরুষতন্ত্রে ঐ জীবন কাটাচ্ছে আপনার মা, বোন, মেয়ে। কি ভাবে পারবেন মানতে? মৃত্যুর পরের কথা ভাবা ছাড়ুন স্বার্থপরের মত। আগে যাদের নিয়ে বেঁচে আছেন, যাদের জন্যে বেঁচে আছেন তাদের কথা ভাবুন। কারণ আপনি মানুষ।