বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাহাদুর(৩য়)

"গোয়েন্দা কাহিনি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Erfanul Haque Atik (০ পয়েন্ট)

X কাদের মোল্লা তাই তোড়েজোড়ে আমাদের মাতবরের বাড়িতে এই পুরষ্কার আসর বসিয়েছে। পুরষ্ককার দেয়া এতক্ষণে হয়েই যেত।চেয়ারম্যান সাহেব আসতে দেরী করছেন বলে পুরষ্কার দিতে দেরী হচ্ছে। আচ্ছা।তা আতর আলী ইতুর, মানে এ ভীতুটার একটা পুরষ্কার নেয়ার সক হয়েছে যখন নিকগে সে পুরষ্কার।আমি আর ওকানে যাই কেন? যাই কেন মানে? জিয়াদ আলীরা যে বলেছে ঐ সাপটা তুমি মেরেছ তারা দুর থেকে এ ঘটনা সরাসরি দেখেছে! হেসে তাই নাকি? স্পষ্ট দেখেছে।একটা মোটা বাশ হাতে লাপিয়ে লাপিয়ে উঠে তুমি সাপটাকে বারি মেরেছ আর সাপটাও নাকি ফণা তুলে তেড়ে তেড়ে তোমার দিকে এসেছে- এ ঘটনা তারা দূর থেকে দেখেছে। ও,ওরা দেখেছে তাহলে? তখনত আশে পাশে কোন লোক ছিল না। ওরা ছিল।জিয়াদ আলী,আবদুল আজীজ, ওরা নাকি তখন একটু দূরে জামগাছে পাকা জাম নামাচ্ছিল। ও আচ্ছা!!!!!! আচ্ছা না, সেটা ঠিক কিনা কও? ( চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now