বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

হায়রে মানুষ, তাদের কি ছিলনা কোনো হুশ!

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান SHUVO SUTRADHAR (০ পয়েন্ট)

X আকাশের দিখে থাকিয়ে সময়ের ব্যাতিক্রম লক্ষ করছি। মানুষই একমাত্র জীব যে পৃথিবীর অবস্থানকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। তবে কি সেই পরিবতর্ন শুধু প্রযুক্তির অভাবে নাকি জ্ঞানের! আরে জ্ঞান থেকেই তো প্রযুক্তি তেরি হয়। অনেক বছর আগের কথা এক গ্রামে বাস করত কয়েকজন বন্ধু। তারা সবাই খুব ভ্রমণ ভালোবাসত। তাই তারা সিদ্বান্ত নিল যে তারা নৌকা ভ্রমন করবে। তাই তারা সিদ্বান্ত নেয় তারা একটি নদী ভ্রমন করবে এবং মাছ ধরবে। তাই তারা একদিন নৌকা নিয়ে চলল ভ্রমনের উদ্দেশ্যে। নৌকাটি যখন প্রায় নদীর মধ্যে তখন তাদের নৌকা একটু ছিদ্র হয়ে যায় এবং নৌকার মধ্যে একটু একটু করে পানি ডুকতে থাকে। তারা একে অপরকে নৌকা থেকে পানি ফেলতে বলল কিন্তু কেউ পানি ফেলতে রাজি হলো না। কারন সবাই তখন মনে মনে ভাবছিল আমি কেন অন্য জনের পাঁয়ের পানি ফেলব আমার একটা সম্মানবুধ আছে না। তারজন্য কেউ পানি ফেলল না। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায় এবং তারাও তলিয়ে যায় নৌকার সঙ্গে সঙ্গে। সেই সময়েরই কথা এক গ্রামে বাস করত কৃষি কাজ করে এমন এক সমাজের লোক। তারা কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করত। একদিন তাদের সমাজের একজন কৃষি কাজ করতে মাঠে গিয়েছিল। কাজ করার সময় তার পায়ে একটি শিং মাছ কামড় দিয়েছিল এবং সেই কামড়ের জন্য সে মারা যায়। সাধারণত শিং মাছের কামড়ে মানুষ মারা যায় না। তবে আকষ্মিক কিছু হতেই পারে কারন আমাদের এই পৃথিবীটাই আাকষ্মিক। তার ভয়কে কেন্দ্র করে তারা কেউ আর কৃষি জমিতে কাজ করাই ছেড়ে দিল। তবে খেয়ে তো বাচঁতে হবে তাই তারা জমিগুলো বিক্রি করে খেতে লাগল এবং এক পর্যায়ে তাও শেষ। তারপর এই স্বর্ণ শাসিত কাজ হারিয়ে তারা ভিক্ষা করে খেতে লাগল এই দুইটি গল্প মজার বটে তবে শিক্ষারও। প্রথম গল্পঃ একজনের পাঁয়ের পানি ফেললে যদি খুব সম্মানের হানি হয় তাহলে পুকুরে স্নান করা ছেড়ে দেন। কারন সেখানে অনেকেই স্নান করে এবং সেই পানিতে তাদের পাঁয়ের পানি রয়েছে। দ্বিতীয় গল্পঃ এই ঘটনার জন্য যদি কাজ ছেড়ে দিতে হয় তাহলে তো এক এক করে পৃথিবীটা কর্মঠহীন হয়ে পড়বে। [বিশেষ দৃষ্টব্যঃ আমার প্রকাশিত গল্পসমূহ সব আমার নিজের লেখা তাই দয়া করে আমার নাম ব্যাতিত গল্পগুলো কপিরাইট করবেন না।]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৯৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    ধন্যবাদ @ সিয়াম।

  • SIAM The Deadman
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    ভ ভালো লাগলো খুব।

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    ধন্যবাদ @ রনি।

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    ভালো লাগল।

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    ধন্যবাদ @ শিমূল ভাাইয়া।

  • SHIMUL SUTRADHAR
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    খুব ভালো হয়েছ। অসাধারণ গল্পট।