বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♦ছোট বেলার ঈদস্মৃতি♦

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S O F I Y A (০ পয়েন্ট)

X "ঈদ মানে খুশির দিন,ঈদ মানে ব্যাপক আনন্দের দিন।।""ছোটবেলায় এই ঈদ আসলেই ইচ্ছে করতো সারাদিন ধেই ধেই করে নাচি।।উফফ চারিদিকে আনন্দ আর আনন্দ।।।আমরা প্রতিবছর ঈদ দাদুবাড়ি তে করি।।দাদাভাই আর দাদুর নির্দেশ হলো তারা যতদিন বেচে আছে ততদিন ঈদ দাদুবাড়িতেই করতে হবে।।।ঈদের আগেরদিন বিকেলে আমরা দাদুবাড়ি চলে যেতাম।।।বাড়িতে পৌছুতেই কাজিনরা, পাশেরবাড়ির সবাই এসে চারপাশ থেকে ঘিরে ধরতো।।আর চিৎকার করে বলতো যে ""তুবারা চলে আসছে""।এই শব্দ টা এখনো কানে বাজে।।এখনো শুনি দাদুবাড়ি গেলে।।।লাফাতে লাফাতে বাড়িতে ঢুকতাম।। তারপর সবাইকে একটু দেখা দিয়েই সব কাজিনরা হইহই করে রাস্তার পাশে চলে যেতাম চাঁদ দেখতে।।ওখানে অনেক বড় একটা বিল আছে।।সেখানে দাঁড়িয়ে চাঁদ দেখতাম।।চাঁদ দেখা গেলেই কাল ঈদ হবে বলে চিল্লাতে চিল্লাতে বাড়ি আসতাম।। সন্ধ্যার পর সবাই মিলে মেহেদী দিতে বসতাম।।।ছোটবেলায় তো নিজে দিতে পারতাম না তাই আমার ছোট ফুপু দিয়ে দিতো।।কারন আমার কোন বড় বোন নেই।।আর আমি আমাদের বংশের একমাত্র মেয়ে।।।আমাদের বংশে ছেলে বেশি।।আমি ছাড়া সব গুলোই ছেলে।।আমার আব্বুরা ও সাত ভাই।।।।তাই সবার খুব আদরের ছিলাম আমি।।। আমার দাদুবাড়ির একটা বিষয় আমাকে খুব মুগ্ধ করে।।আমার দাদুবাড়িতে চারটা ঘর।।। একটা আমার দাদুদের বাকি গুলো আমার দাদাভাইয়ের ভাইদের।।কিন্তু সব এক পরিবারের মত।।যেমন নতুন কেউ গেলে বুঝতেই পারবেনা যে সব আলাদা ঘরের নাকি এক ঘরের।।সবার মাঝে এত ভালো সম্পর্ক।।আমার চাচাতো দাদুরা, কাকীরা আমাকে এত ভালোবাসে মনে হয় যেন আমি তাদের ই মেয়ে।।।আমি গেলে তো টানাটানি বেধে যায় যে আমি কোন ঘরে থাকবো।।।পাশের ঘরের দাদুরা বলবে তুবা আমাদের ঘরে থাকবে আমার দাদু বলবে আমার ঘরে থাকবে,,,,,কি এক কান্ড!!!আর আমিও ঘুম পেয়েছে তো ঘুম কোন ঘরে আছি সে খেয়াল নেই।।।যে ঘরে ইচ্ছা ঘুমিয়ে পড়ি।।তারপর ক্ষিধে পেলে যদি দেখি আমাদের ঘরে সবাই ব্যস্ত তাহলে পাশের ঘরে কাকীদের বা দাদুকে গিয়ে বলি ক্ষুধা লেগেছে কি দিবে দাও।।।মাঝে মাঝে বলিও না সোজা গিয়ে খাওয়া শুরু করে দেই।।।আবার তারাও এমন করে।।।এই ব্যাপার টা আমার খুব ভালো লাগে।।এমন টা সচরাচর দেখা যায়না কোথাও।।।যাইহোক সন্ধ্যার পর মেহেদী দেয়া শুরু হয়ে যায়।।।যখন মেহেদী দেব সব ভাইয়ারা চাচ্চুরা চারপাশ দিয়ে এসে বসে থাকবে।।মেহেদী দিতে দিতে গল্প করবে।।ছোটবেলায় ফুফি আমাদের কে মেহেদী দিয়ে দিত।।।আমার দুইটা চাচ্চু জমজ।।।তো আমার তাদের মধ্যে একজনের নাম মুজাহিদ।।। ওনার জীবনের একটা পন মনে হয় আমার গালে মেহেদী লাগিয়ে দেয়া।।।একটু হলে ও লাগাবে।।যেমন বসে মেহেদী দিচ্ছি এর মধ্যে গালে একটু মেহেদী লাগিয়ে দিয়ে যাবে।।আর আমি চোখ মুখ ফুলিয়ে বাচ্চাদের মত কান্না করবো।।।সবাই মিলে এর জন্য চাচ্চুকে বকা দেবে।।তারপর আবার আমার পক্ষ থেকে শাস্তি তো আছেই।।শাস্তির মধ্যে আছে যেমন,, চিপস, চকলেট, আইস্ক্রিম কিনে দেয়া,,রাতের রাস্তায় ঘুরতে নিয়ে যাওয়া,,চাচ্চুকেও মেহেদী লাগিয়ে দেয়া ইত্যাদি ইত্যাদি।।।।মেহেদী পড়া শেষ হলে খুশি খুশি ভাব নিয়ে অই হাত নিয়েই ঘুমিয়ে পড়তাম যাতে রঙ ভালো হয় সে জন্যে,,,,,,।।।। তারপর ভোর বেলা আম্মু জাগিয়ে দিতো।।আমিও উঠে পড়তাম।।।একটা অন্যরকম অনুভুতি হত।।উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু না খেয়েই বাইরে চলে আসতাম,,,তারপর হাত চাওয়াচাওয়ি,,,, কারটা কেমন হয়েছে।।।সৌভাগ্যবশত আমারটাই সবসময় ভালো হতো।।।না হলে ওখানেই এক পশলা কান্না জুড়ে দিতাম,,,,,হা হা হা।।। তারপর ঘরে ঘরে এসে গোসল করে নতুন জামা পড়ে সেজেগুজে নিতাম।।অন্য কাজিনরা সবাই নিতে আসতো আমায়।।তারপর সবাইকে সালাম করতাম,, সালামি পেতাম।।।। আমার মনে হয় ঈদে সবচেয়ে আনন্দের মুহুর্তই এটা,, সালামি নেয়া।।সবাই মিলে পাল্লা দিতাম কার আগে কে সালাম দিতে পারে।।। সবাই সালামি দিত,,,,,কি মজা হতো!!! বড়দের সাথে ঈদের মাঠে যেতাম।।সেখানে অনেক খেলনার দোকান বসতো।।।।ছেলেরা সবাই নামায পড়তে চলে যেত।।। আর আমরা দোকানে ঘুরে খেলনা কিনতাম।।। তারপর বাড়ি এসে আবার গুনার পালা।।কার টাকা বেশি হয়েছে।।।তবে সবসময় আমারই বেশি হতো।।।ইসস কি আনন্দ লাগতো।।।আর যদি আমার কম হত তাহলে আবার কান্না,,,,,,,,,,, আমার দাদুবাড়ির একটা ঐতিহ্য আছে।।সেটা হলো ঈদের দিন দুপুরে পুরো বাড়ির সবাই আমাদের ঘরে খাবে।।সবার দাওয়াত আমাদের ঘরে।।।কবে থেকে এটা চলছে আমি জানিনা।।। তবে এটা আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি।।। দুপুরে খেয়েই বিকেলে ঘুরতে যেতাম আমরা।।। ""ঈদের আনন্দটা হচ্ছে আমার জন্য অন্যরকম একটা আনন্দ।।। বছরে হয়তো এই একটা দিন অনেক আনন্দের ছিলো।।।এখন সবই স্মৃতি,,,,,স্মৃতি হলেও এখনো সেসব মনে করে আনমনে হাসি।।।কতই না ছোট ছিলান তখন,,,,,,,!!!তবে স্বভাব গুলো এখনো যায়নি।।।এখনো মজা হয় ঈদে তবে ছোটবেলার মত হয়না।।। এখন সবাইকে হাতে মেহেদী দিয়ে দেয়া,নতুন জামা পড়া।।তবে এখন আর আগের মত হইহই করা লাফালাফি করা,,কিছু হলেই কান্না করে দেয়া,,ঈদের মাঠে যাওয়া এসব হয়না।।।সময়ের সাথে সাথে সেগুলোও হারিয়ে গেছে।।।খুব মিস করি সেই দিনগুলোকে,,সেই আনন্দ গুলোকে,,,সেই খুশি গুলোকে।।।আসলেই ছোটবেলাটা খুব মজার।।।যেগুলো এখন শুধুই স্মৃতি।।।এখন আবার ছোট হয়ে যেতে ইচ্ছে করে,,,সেই আনন্দগুলোকে ফিরে পেতে ইচ্ছে করে।।।যদি আবার ছোট হতে পারতাম।।।।কিন্তু তা তো আর সম্ভব নয়,,,,,,,,,,,,,,,,,,,,!!!! না জানি এতক্ষন ধরে কি সব বকবক করলাম।।।গুছিয়ে হয়তো কিছুই বলতে পারিনি।।।তবুও কিছু আনন্দ শেয়ার করলাম,,,কিন্তু স্মৃতি শেয়ার করলাম আপনাদের সাথে।।।সবার জীবনেই এমন কিছু আনন্দময় স্মৃতি আছে,,কিছু ভালোবাসাময় স্মৃতি,,মধুময় স্মৃতি।।।সময়টা চলে গেলেও স্মৃতি গুলো থেকে যায়।। যাইহোক সবাইকে অনেক অনেক ঈদ শুভেচ্ছা♥……দোয়া করি সবার জীবন ভালো কাটুক আনন্দে কাটুক।।।সবাই ভালো থাকবেন দোয়া,, করবেন।।। ♥♥♥ ঈদ মোবারক♥♥♥ ********আল্লাহ হাফেজ**********


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৬৩৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    ঘুম আসছে এখন আপু।থাকো ☕শুভ রাত্রি ☕wave

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুম,,,,আচ্ছা ঘুমাবে না???নাকি আমার মত ঘুম আসছেনা??

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আপু খুশির দিনে খুশির দিন কালকে wow মানে হলো কালকে ঈদ এটা খুশি তারপর কালকে মফুকে বিয়ে দিবো এটা আরেকটা খুশি wow

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    দিয়ে দিসিgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    তাহলে আপু তুমি এসএমএসে মফুকে বলে দাও এ সংবাড দিয়ে দাও আপ্পু বড় বোন হিসেবে এ দায়িত্ব পালন করো।মফুকে এ সংবাদ দিয়ে দাও

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    মফিরে দিয়ে দাওgjআর আমি বিয়ে করবোনা কখনোblush

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    হিহিহিহি ঠিক আছে সবার বিয়া দিয়ে তারপর তোমার আর আমার মধ্যে যে বড় সেই আগে বিয়ে করবে gj কালকে দুজনের বিয়ে দিবো ছোট একজন বড় একজন কার বিয়ে দেওয়া যায় বলতো আপু সুস্মি না মফু

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    আচ্ছা ঠিক আছে তুমি আর আমি মিলেই করবোgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আপু আমি জানি তুমি একা পারবে না ras আমার মত এত এক্টিভ মেয়ে থাকতে তোমার এসবের মধ্যে কষ্ট করে যাওয়া লাগবে কেন gj gj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    না না আপু তুমি যে কি বলো!বড়রা কত ভালোবাসে আদর করে স্নেহ করে।তাদের পরম আদর যত্নে স্নেহে কত সুখে আছি জিজেতে gj আর এ দায়িত্ব পালন না করা আমার পক্ষে অন্যায় কাজ হবে আপ্পুgj তাই এ দায়িত্ব পালন করবোই।আবার ছোটদের এত আদর করি তারাও আমাকে এত এত ভালোবাসা আদর যত্ন দেয় তাদের জন্য তো কিছু দায়িত্ব আছে।তাই আমি এ সিদ্ধান্ত নিয়েছি আপি cool

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    ইসস এত দায়িত্ব পালন করতে হবেনা।।।এসবের জন্য আমি আছি তো সো নো টেনশন blushআমি সবটা সামলে নেব তুমি তোমারটা দেখোgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    তুমি এটা ঠিক বলছো আপু।তাই আগে ছোট ভাইবোনদের বিয়ে দিবো।সবার আগে সুস্মি ইরু আর মফু।তবে আমি একটা নিয়ম করছি আপু বড় বোন হিসেবে আবার বিয়ে দিবো এ দায়িত্ব পালন করবো।আবার ছোট বোন হিসেবেও তো একটা দায়িত্ব আছে কত আদর করে ভালোবাসে আমাকে তাই আমি বড়দেরও আগে বিয়ে দিবো gj

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    উহুম আমি এত স্বার্থপর নাblushছোটবোনদের প্রতি আমার একটা দায়িত্ব আছে,,তাই সবাইকে বিয়ে না দিয়ে আমি কিভাবে বিয়ে করবো বলো??তাই তোমাদেরই আগে হবেgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আজকে জিজে ফাঁকা,আমি বসে আছি একা

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুমম আপু বড় বোনের আগে ছোট বোনের বিয়ে অসম্ভব তাই আগে তোমার বিয়ে cool

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    আহারে সেটাও কথা gjতাহলে তো এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবেgjকি বলো??gjgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আমার তো বিয়া হয় নাই আমি কেমনে জানবো তোমার দুলাভাই কোথায় কোন অবস্থায় আছে আপ্পু

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    আমার হাজবেন্ড নাইras,,,এখন বলো তোমারটা কোথায়??আমাদের রনি দুলাভাইgjgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    কোথায় আমি কেমনে জানবোgj তুমিই জানো

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    সেটা আবার কোথায়??huhhuh

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    এই দুলাভাই কে বুঝো না আপ্পু!বুঝেও প্রশ্ন হিহিহিহি।তোমার হিহিহিহিহি হাসবেন্ড

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    এই দুলাভাই টা আবার কে???huhhuh

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আপু এরপর থেকে টাকা নিবে তাহলে ঈদের সময় দুলাভাইয়ের অনেক লাভ হবে gj

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    সবার ভালোবাসাটাই যথেষ্ট আমার জন্য।।আমি মাঝে মাঝে রাগ করে বলি যে আমি একেবারে পচা করে দিয়ে দেব অন্য কারো কাছে যাও।।।তবুও ওরা বলবে তোমার যা ইচ্ছা আকো।।।তুমি লতা পাতা একে দিলেও তোমার কাছেই দেবোgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    গুলুমুলু সিয়াম কাঁদে কেন?কালকে কোন দুলাভাইয়ের পকেট খালি করবু gj

  • SIAM The Deadman
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    ছ ছোটবেলা কত্ত ভালো ছিলweepweep

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    ওহ আপু বুঝেছি তাও তো মারো।আমি তো একেবারেই মারি না।কিন্তু তুমি টাকা না নিয়ে এটা কি ঠিক কাজ করলে gj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    ওহ আপু বুঝেছি তাও তো মারো।আমি তো একেবারেই মারি না।কিন্তু তুমি টাকা না নিয়ে এটা কি ঠিক ককজ করলে gj

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    আমিও দেইনা।।দিলেও আঙ্গুলে বা অল্প করে একটু দেই।।মাঝে মাঝে সবার জোড়াজুড়িতে একটু দেয়া লাগেgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    কি বলো আপু টাকা কামাই করো নাই মানে gj ফ্রিতে দিলে কি হয় তুমি বলো!!মেহেদী দিতে হাত ব্যাথা ধরে খুব সেটা আমি জানি।এই ব্যাথার বিনিময়ে টাকা নিতে হবে তো gj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    হিহিহি আপু তুমি প্রশ্ন করার আগেই উত্তর দিছি তোমার প্রশ্ন না দেখে।

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আপু কত টাকা কামাই করছো?আমার আর ইন্টারেস্টিং নাই মেহেদির প্রতি gj আমি বাদ দিছি মেহেদী দেওয়া।আমার কাছে মেহেদী ছাড়া আমার এই ফর্সা হাতই ভালো লাগে।তবে অন্যজনের মেহেদী দেওয়া হাত দেখতে ভালো লাগে gj gj

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    এক টাকাও নাgjgjআমি তো ফ্রিতে সার্ভিস দেইblush,,,,তুমি মেহেদী পড়নি??

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হৃদয় এখনো হাতে মেহেদী দেন??gjতবে আমার কাজিনরাও মাঝে মাঝে এসে বসে থাকে মেহেদী দেয়ার জন্যgj

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আপু তুমি তাহলে কত টাকা কামাই করছো মেহেদী দিয়ে

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    হৃদয় ভাইয়া তুমি এখনো মেহেদী হাতে দেও gj

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    আমার ও দিয়ে দেয়া লাগে।।।দাদুবাড়ি গেলেও সবাইকে দিয়ে দেই।।আবার আমাদের পাড়ার ওদেরকে ও দিয়ে সেই।।বিকাল থেকে সাত জনকে দিয়ে দিয়েছি।।।আমার হাতের অবস্থা বেতাল হয়ে গেছে মেহেদী পড়াতে পড়াতেgj

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৩ বছর, ১১ মাস পুর্বে
    আমার আপুও আমার হাতে মেহেদী দিয়ে দিত।কিন্তু লকডাউন আর করোনার কারণে এবার বাড়িতে আসে নি।।দুলাভাইয়ের অফিস বন্ধ।তাই ওরা এখন ঘরেই বসে থাকে।

  • Partho
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আর আমায় আপু মেহেদি দিয়ে দিত ?আর পাড়ার প্রায় সব বাচ্চা ,মাঝবয়সী আপুর কাছে আসত ।এমনি এখনো আসে বাট আগের মতো নাহ আর আমিও আর দেইনা

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুম

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুম

  • Partho
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    বাচ্চাকালে প্রায় সবাই এরকম করতো ।।।আমিও করতাম

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুম এখনো দেখি দাদুবাড়ি গেলে।।দাদুবাড়ির আশেপাশের পিচ্চিদেরকে এখনো বাশি বাজাতে দেখা যায়gjgj,,আর আমার দাদুবাড়ি তো গ্রামেgjgj

  • LE K H ON(way of light)
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    এখনও আছে গ্রামে এসব, তবে কম, এখন ঘরবন্দী ঈদ

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    কি মারাত্মক??? আর আমিও তো বাশি,বেলুন,চিপস,খেলনা,, প্লাস্টিকের চশমা এগুলো কিনতামgj,,,, আর সারাদিন পে পু করে বাশি বাজাতাম হা হা হা হা।।। আসলে গ্রামের ঈদ মানেই এগুলো ছিলোgj

  • LE K H ON(way of light)
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    মারাত্মক আপু হা হা।তবে ঈদ বলতে ওই মার্কেট, বাশি, চিপস এগুলা

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    না ভাইয়া নামায কেন পড়বো।।।এমনিতে চাচ্চুদের সাথে মাঠে যেতাম,,, মাঠে মেলা বসতো,,, সেগুলো দেখতাম ।।gj,,,,,যদিও ক্লাস ফাইভের পর আর যাওয়া হয়নি।।।এখন মাঝে মাঝে ইচ্ছে হয় যেতে কিন্তু এটা বাসায় বললে আম্মু জুতা থেরাপি দিবেgj

  • LE K H ON(way of light)
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    তুবা, ঈদের মাঠে নামাজ পড়তা? gj

  • LE K H ON(way of light)
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    তুবা, ঈদের মাঠে নামাজ পড়তা? gj

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুমমমমমমমমমমমgj

  • মেহেরাজ হাসনাইন
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    ছোটবেলায় ঈদ গুলো সত্যিই অন্যরকম ছিল । ভালো লাগলো গল্পটি পড়ে । আর হুম ঈদ মোবারক..

  • Partho
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুম আমার ও আর মজা হয়না

  • Tuba Rubaiyat
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    না এখন আর মজা হয়না।।গত দুই ঈদ আমার জন্য ও খুব জঘন্য ছিলো।।ছোটবেলায় খুব মজা হতো।।কিন্তু এখন আর হয়নাgjgjgj

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৩ বছর, ১১ মাস পুর্বে
    তুবা বুড়ি তোর ঈদ তো খুব মজার হয়।আমার ছোটবেলা মজা হতো।কিন্তু গত ৬/৭ বছর ধরে কোনো মজাই হয় না।গতবার যে ঈদ গেল তা ছিল আমার জীবনের জঘন্য ঈদ।তুই খুব lucky,best of luck my friend.

  • Eshrat Jahan
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    তুব্বা আপ্পু দাও তো পাপ্পু।আর আপু আমারটা বলতে বলতে অনেক অনেক সময় লাগবে gj তোমার চেয়েও বেশি gj