বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নাফিসার প্রার্থনা কি মঞ্জুর হয়ে গেল?

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)

X নাফিসা উমর। কাশ্মিরের এক মেয়ে। যার একটি দোয়া (প্রার্থনা)-র কথা উল্লেখ করেছেন সাংবাদিক অরবিন্দ মিশ্র। কাশ্মিরে লকডাউন ছিল দীর্ঘ সাতমাস। এটা নিয়ে দেশে-বিদেশে নানা কথা উঠতে থাকে। তার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন সাংসদকে এনে কাশ্মির পরিদর্শন করানো হয়। এর আয়োজন ও ব্যবস্থা করে ভারত সরকার। সেই পরিদর্শকদলের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় দেশের কয়েকজন 'বাছাই করা' সাংবাদিককে, যাতে কাশ্মির নিয়ে রিপোর্টিং করা হলেও তা যেন সরকারের প্রতিকূলে না যায়। সাংবাদিকদের মধ্যে ছিলেন ইকোনমিক টাইমসের অরবিন্দ মিশ্র। কয়েকদিন আগে তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই কাশ্মির ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটি পোস্ট করেন, যেটি ভাইরাল হয়। এখানে পেশ করলাম সেই ভাইরাল হওয়া পোস্টটির সম্পাদিত বঙ্গায়ন : শ্রীনগরের এক গলির মুখে একটি বাড়ির জানালায় দেখতে পাই এক পর্দানশীন মেয়েকে। মেয়েটি আওয়াজ দিতে আমি থেমে যাই। আমাকে দেখে বলেন, 'ভাইয়া ! আপনি বিলালের বন্ধু, দিল্লিতে থাকেন, তাই না?' আমি বললাম, হ্যাঁ। তখন মেয়েটি বললেন, 'বিলাল আপনার খুব তারিফ করে। বলে, আপনি খুব বুঝদার মানুষ। মানুষের দুঃখ বোঝেন। আমি নাফিসা উমর। বিলালের ফুফাতো বোন...' সময়ের স্বল্পতা বুঝে মেয়েটি তাড়াহুড়ো করে যে কথাগুলো বলেছিলেন, তাঁর সেই কথাগুলো শুনে আমি কয়েকদিন ঘুমাতে পারিনি। আর সেই কথাগুলো আজ আপনাদের কাছে বলাটা জরুরি মনে করছি। নাফিসা বলেছিলেন : 'যদি কোনো জায়গায় লাগাতার সাত মাস ধরে কারফিউ চলে, বাড়ি থেকে বের হওয়া দূরের কথা, বাইরে উঁকি দেওয়াও কঠিন হয়, এলাকাজুড়ে ৮–৯ লক্ষ সেনা মোতায়েন থাকে, ইন্টারনেট বন্ধ থাকে, মোবাইল বন্ধ থাকে, ল্যান্ডলাইন ফোনও বন্ধ থাকে, বাড়ি বাড়ি থেকে শিশু-যুবক-বৃদ্ধসহ হাজারো বেকসুরদের গ্রেফতার করা হয়ে থাকে, ছোট-বড় সমস্ত নেতাদের জেলবন্দি করা হয়ে থাকে, স্কুল-কলেজ-দপ্তর সব বন্ধ থাকে, তাহলে কীভাবে বেঁচে থাকতে পারে মানুষ? তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা কী হবে? অসুস্থদের অবস্থা কী হবে? এসব কথা ভাবার মতো কেউ নেই। যদি এলাকার জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ অবসাদে ভুগতে ভুগতে মানসিক অসুস্থতার শিকার হয়ে পড়ে, বাচ্চারা আতঙ্কিত হয়ে থাকে, ভবিষ্যৎ থাকে অন্ধকারে, নির্যাতন-নিপীড়ন চরমে পৌঁছয়, আলোর কোনো রেখা দেখা না যায়, অবস্থা ভালো করার মতো কেউ যদি না থাকে এবং গোটা দুনিয়া চুপচাপ তামাশা দেখতে থাকে...' নাফিসা এরপর কাঁদতে কাঁদতে বলেন : 'আমরা সব সহ্য করছি। যথেষ্ট সহ্য করছি। কিন্তু ওই সময় অন্তর কেঁদে ওঠে, মনটা বড়ো ছটফট করে, যখন শুনতে হয়, ওদিকের কিছু লোক বলে, ''ভালোই হয়েছে, ওদের সঙ্গে এরকমই হওয়া দরকার ছিল''! তবুও আমরা ওদের জন্য, কিংবা অন্য কারোর জন্যেও, কখনো বদদোয়া করিনি, অভিশাপ দিইনি। কারোর খারাপ চাইনি। শুধু একটাই দোয়া/প্রার্থনা করেছি, যাতে সমস্ত মানুষ এবং গোটা দুনিয়া আমাদের অবস্থা কিছুটা হলেও অনুভব করতে পারে। অরবিন্দ ভাইয়া, আপনি দেখে নেবেন, আমার প্রার্থনা খুব শীঘ্রই মঞ্জুর হবে।' এবার আমি জানতে চাইলাম, 'আপনি কী প্রার্থনা করেছেন, বোন?' তখন নাফিসা ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে চিৎকার করে যা বলেছিলেন—আমার কানে অনেক দিন বেজেছে—এখন চোখের সামনে দেখতেও পাচ্ছি—তাঁর ব্যথা অনুভব করার চেষ্টা করবেন, হুবহু তাঁর কথাগুলোই তুলে ধরছি : 'ইয়া আল্লাহ ! যাকিছু আমাদের ওপর হচ্ছে তা যেন অন্য কারোর উপর না হয়, শুধু তুমি এমন একটা কিছু করে দাও যাতে গোটা পৃথিবী কিছুদিনের জন্য নিজেদের ঘরে বন্দি হয়ে থাকতে বাধ্য হয়, সবকিছু বন্ধ হয়ে যায়, থেমে যায়। তাহলে হয়তো দুনিয়া এটা অনুভব করতে পারবে যে, আমরা বেঁচে আছি কেমন করে !' আজ আমরা সবাই যে যার ঘরে বন্দি। আমার কানে নাফিসার সেই কথাগুলো যেন বাজছে— 'ভাইয়া, আপনি দেখে নেবেন, আমার দোয়া খুব শীঘ্রই কবুল হবে...!' -সংগৃহীত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৯৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Sp Lucky
    User ৩ বছর, ৮ মাস পুর্বে
    weepweepweep

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    দোয়া রইল আপু। আর যাইহোক আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন।নিশ্চই কষ্টের সাথে রয়েছে স্বস্হি।হয়ত গাজুয়াতুল হিন্দ হবে এই কাশ্মীর ইসুটা নিয়েই।সব কিছুরই যেমন শুরু আছে তেমনি শেষও আছে।আজকে আমাদের প্রধান সমস্যা হলো আমরা কাজে নয় অন্যসব ভাবেই অনেক কিছু বলতে পারি,করতে পারি।এখন একটা আশার আলো হয়ত হতে যাচ্ছে।

  • SM Samiya Mahejabin
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুম,কাশ্মরের জন্য কিছু করার দরকার,শুধু তাদের কষ্ট অনুভব করলে হবে না।তাদের এই অবস্হা থেকে উদ্ধার করার জন্য সংগ্রাম করতে হবে।কারণ তারাও আমাদের অন্তরঙ্গ আপন ।নিজে নই সমগ্র মুসলিম জাতি মিলে ।আগামি শুক্রবার আমার বড় বোনের বিয়ে।সবার দাওয়া রইল।এবং সবার কাছে দুয়া তারা যেন সুখে থাকে।

  • SM Samiya Mahejabin
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    হুম,কাশ্মরের জন্য কিছু করার দরকার,শুধু তাদের কষ্ট অনুভব করলে হবে না।তাদের এই অবস্হা থেকে উদ্ধার করার জন্য সংগ্রাম করতে হবে।কারণ তারাও আমাদের অন্তরঙ্গ আপন ।নিজে নই সমগ্র মুসলিম জাতি মিলে

  • Rubaiya Islam
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    সত্যি আল্লাহ তুমি সব মুসলমানকে এক হওয়ার তাওফিক দান কর।আমীন

  • AI Omar Faruk
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    একটা খালিদ পাঠাও তাদের করতে আহবান...করতে আহবান...

  • SIAM The Deadman
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    অ আল্লাহ কাশ্মিরের উপর তুমি একজন আহমেদ মুসা প্রেরণ কর। আমিন

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    সত্যি কথা বলতে একজন মজলুম মুসলীমের দোয়া কবুল তো হওয়ারই ছিল।আমি একটা জিনিসই ভাবি আল্লাহ যদি কিয়ামতে আমাদের জিজ্ঞাসা করে নাফিসার মতো হাজার হাজার ভাই-বোনদের জন্যে কি করেছ তুমি? আল্লাহ ক্ষমা কর।