বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইমাম মাহদীর আগমন কি ২০২৮ সালেই? :question:

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান =_= (০ পয়েন্ট)

X ইমাম মাহদী (আঃ) এর আত্নপ্রকাশ কবে হবে? এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎ বানী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তারপরও কেবল মাত্র সতর্কতার জন্য ইমাম মাহদীর আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে একটু লিখতে চাই। কারন অনেকে হাদীসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না থাকার কারণে মনে করছেন ইমাম মাহদীর আগমন আরো শতশত বছর পরে হবে। অপরদিকে কিছু ভাই মনে করছেন ২০২৩ সালের মধ্যেই ইমাম মাহদীর আগমন হবে। যদিও এর কোনটাই সঠিক নয়। বরং বর্তমানে ইমাম মাহদী (আঃ) এর আত্নপ্রকাশের অধিকাংশ আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে। (বিঃদ্র)তবে এখনও কিছু আলামত বাস্তবায়ন বাকী রয়েছে। তবে কেউ আমার এই লেখাটিকে একমাত্র দলিল হিসেবে নির্ভরশীল হবেন না। ১, তুর্কি খিলাফত ধ্বংসঃ ------------------------------------ ** হযরত আবু কুবাইল (রাঃ) হতে বর্ণিত যে, তিনি বলেন ১০৪ বছর পর মাহদী (আঃ) উপর মানুষ ভিড় করবে। ইবনে লাহইয়া বলেন, উক্ত হিসাবটা আজমী তথা অনারবী হিসাব মতে। আরবী হিসাব মতে নয়। [ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ৯৬২, আস সুনানু কিতাবুল ফিরদাউস - ৮১১ ] আমরা সবাই জানি যে, তুর্কি খিলাফত আনুষ্ঠানিক ভাবে ১৯২৪ সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং - ১৯২৪ +১০৪ =২০২৮ সাল। বিঃদ্রঃ- একমাত্র তুর্কি খিলাফত আজমী, অর্থাৎ অনরবী। এছাড়া চার খলিফা, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতেমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত। ২, ১৫ ই রমজান শুক্রবার রাতে বিকট শব্দে আওয়াজ আসবেঃ ---------------------------------------------------------------------------- ** ফিরোজ দায়লামি বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, “কোন এক রমজানে আওয়াজ আসবে”। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! রমজানের শুরুতে? নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে’? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,“না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় সত্তর হাজার মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর সত্তর হাজার বধির হয়ে যাবে”। (মাজমাউজ জাওয়ায়েদ, খণ্ড ৭, পৃষ্ঠা ৩১০) সৌদি আরবের কেলেন্ডার অনুযায়ী ১৫ ই রমজান শুক্রবার হয়, ১৪৪৯ হিজরী বা, ১১ ফেব্রুয়ারি ২০২৮ সাল। ৩, রমজান মাস শুরু হবে শুক্রবারঃ --------------------------------------------------- ** হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বর্নিত, তিনি বলেন, কোন এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়। তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা, জানালা সব বন্ধ করে রাখবে। আর সবাই সোবহানাল কুদ্দুস, সোবহানাল কুদ্দুস, রাব্বুনাল কুদ্দুস তেলাওয়াত করবে। [আল ফিতানঃ নুয়াইম বিন হাম্মাদ] সৌদি আরবের কেলেন্ডার অনুযায়ী, ১ রমজান শুক্রবার ১৪৪৯ হিজরী বা, ২৮ জানুয়ারি ২০২৮ সাল হয়। (বিঃদ্রঃ হাদিস বড় হওয়ার কারনে সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি এবং কিতাবুল ফিতানের অনুবাদে শুক্রবারে রমজান মাস শুরু হবে এরকম বলা হয়নি) ৪, আশুরা বা, ১০ মুহাররম শনিবার হবেঃ ---------------------------------------------------------- ** ইমাম বাকির (রহঃ) বলেন, যদি দেখ আশুরার দিন বা, ১০ মুহাররম শনিবার ইমাম কায়িম (মাহদী) আঃ মাকামে ইব্রাহিম ও কাবার এর মধ্যখানে দাড়িয়ে থাকেন তখন হযরত জিব্রাইল (আঃ) তার পাশেই দাড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বাইয়াত দেয়ার জন্য। (বিহারুল আনোয়ার, খন্ড ৫২,পৃষ্ঠা - ২৭০) (গাইবাত, লেখকঃ শাইখ আত তুসী, পৃষ্ঠা - ২৭৪) (কাশফ উল গাম্মাহ, খন্ড ৩,পৃষ্ঠা - ২৫২) সৌদি আরবের কেলেন্ডার অনুযায়ী ১০ মুহাররম শনিবার ১৪৫০ হিজরী বা, ৩ জুন ২০২৮ সাল হয়। ৫, ইমাম মাহদীর নাম ধরে হযরত জিব্রাইল (আঃ) এর আহ্বানঃ ----------------------------------------------------------------------------- ** হযরত আবু বাছির (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আব্দুল্লাহ আস সাদিক (হযরত জাফর সাদিক রহঃ) কে জিজ্ঞেস করলাম? কখন আল কায়েম (ইমাম মাহদী) আবির্ভাব হবে? তিনি বললেন আহলে বাইতের (রাসূলুল্লাহ সাঃ এর বংশধর) জন্য কোন নির্দিষ্ট সময় (উল্লেখ) নেই। তবে ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে ৫টি বিষয় ঘটবে। যেমনঃ ১,আকাশ থেকে আহ্বান। ২, সুফিয়ানীর উত্থান। ৩, খোরাসানের বাহিনীর আত্নপ্রকাশ। ৪, নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা। ৫, (বাইদার প্রান্তে) মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধ্বংসে যাবে। ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে দুই ধরনের মৃত্যু দেখা যাবে। ১, শ্বেত মৃত্যু। ২,লাল মৃত্যু। শ্বেত মৃত্যু (দুর্ভিক্ষের কারনে মৃত্যু) হল মহান মৃত্যু। আর লাল মৃত্যু হল তরবারি (যুদ্ধের) কারনে মৃত্যু। আর আকাশ থেকে তিনি (হযরত জিব্রাইল (আঃ) তার (ইমাম মাহদীর) নাম ধরে আহ্বান করবে ২৩ ই রমজান শুক্রবার রাতে। (হাদিস বড় হওয়ায় সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি) ( বিহারুল আনোয়ার, খন্ড - ৫২, পৃষ্ঠা - ১১৯, বিশারাতুল ইসলাম, পৃষ্ঠা - ১৫০, মুন্তাখাবুল আসার, পৃষ্ঠা - ৪২৫, মুজ'আম আল হাদিস আল ইমাম আল মাহদী, খন্ড - ৩, পৃষ্ঠা - ৪৭২) সৌদি আরবের কেলেন্ডার অনুযায়ী ২২ রমজান শুক্রবার (যেহেতু আরবী মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয়, তাই শুক্রবার রাত ২৩ ই রমজান হবে) রাত ১৪৪৯ হিজরী বা, ১৮ ফেব্রুয়ারি ২০২৮ সাল হয়। ৬, রমজান মাসে চন্দ্র গ্রহন ও সূর্য গ্রহন হবেঃ -------------------------------------------------------------- ** মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়্যাহ (রহঃ) বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে দুটি বিষয় না ঘটবে, ততদিন পর্যন্ত মাহদী আগমন হবে না। প্রথমটি হল, রমজানের প্রথম রাতে চন্দ্র গ্রহণ ও মধ্য রমজানে সূর্য গ্রহন না ঘটে। [ইমাম আল আলী বিন উমর আল দারাকতুনী] এবং [আল কাউলুল মুখতাসার ফি আলামাতিল মাহদী আল মুন্তাজার, লেখকঃ- ইবনে হাজার আল হাইতামী, পৃষ্ঠা-৪৭] ১ রমজান রবিবার ১৪৪৮ হিজরী বা, ৭ ফেব্রুয়ারি ২০২৭ সালে সূর্য গ্রহন ঘটবে। এবং ১৪ রমজান শনিবার ১৪৪৮ হিজরী বা, ২০ ফেব্রুয়ারি ২০২৭ চন্দ্র গ্রহণ ঘটবে। (সূত্রঃ Wikipedia & NASA website) বিঃদ্রঃ ২০২৬ সালেও রমজান মাসে দুই বার চন্দ্র গ্রহণ ও সূর্য গ্রহন হবে। ৭, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা (রাঃ) এর উক্তিঃ ------------------------------------------------------------------- ** হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, ১৪০০ হিজরীর পর ২ দশক বা, ৩ দশক পর ইমাম মাহদীর আগমন হবে। [আসমাউল মাসালিক লিইয়াম মাহদিয়্যাহ মাসালিক লি কুল্লিদ দুনিইয়া বি আমরিল্লাহীল মালিকঃ লেখক- কালদা বিন জায়েদ, পৃষ্ঠা- ২১৬] সুতরাং ১৪০০+২০+৩০ =১৪৫০ হিজরী বা, ২০২৮ সাল। ৮, শাহ নিয়ামত উল্লাহ (রহঃ) এর কাসিদাহঃ -------------------------------------------------------------- শাহ নিয়ামত উল্লাহ (রহঃ) এর কাসিদাহ মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদাহ লেখা হয়েছে ১১৫৮ সালে। কাসিদাহ এর (প্যারা-৫৭) বলা হয়েছে, ‘কানা জাহুকার’ প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত (ইমাম মাহাদি) দুনিয়ার বুকে হবেন আবির্ভূত। উল্লেখ যে, 'কানা জাহুকা' শব্দটি পবিত্র কুরআন শরীফের সূরা বানি ঈসরাইলের ৮১ নং আয়াতে রয়েছে। এবং আমরা জানি যে, উপমহাদেশ ভারত ও পাকিস্তান নামে ভাগ হয়েছিল, ১৯৪৭ সালে। সুতরাং ১৯৪৭ +৮১ =২০২৮ সাল। ৯, সুফিয়ানীর জন্ম ও উত্থানঃ ----------------------------------------- ** হযরত যুহরী (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন দ্বিতীয় সুফিয়ানীর জন্মের সময় আকাশে আলামত বা নিদর্শন দেখা যাবে। [ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ৯৫৪ ] ১৯৮৬ সালের ৮মার্চ আকাশে হেলির ধূমকেতু দেখা গিয়েছিল। সাধারণত প্রতি ৭৪ থেকে ৭৯ বছর পর পর হেলির ধূমকেতু পৃথিবীতে দৃশ্যমান হয়। অনেক জ্যোতির্বিজ্ঞানী বিশ্বাস করেন, যে বছর হেলির ধূমকেতু দৃশ্যমান হয়, সে বছর একটা বিখ্যাত ঘটনা ঘটে। ** হযরত হুজায়ফা (রাঃ) থেকে বর্ণিত, হযরত ইমরান ইবনে হুসাইন খুযায়ী (রাঃ) রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন, ‘আমরা এই সুফিয়ানিকে কিভাবে চিনব?উত্তরে রাসুল (সাঃ) বললেন, তার গাঁয়ে দুটি কাতওয়ানির চাদর থাকবে(দুটি শক্তিশালী দল) । তার চেহারার রং ঝলমলে তারকার মতো হবে। ডান গালে তিলক থাকবে। আর বয়স চল্লিশের কম হবে”। (আসসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান, খণ্ড ৫, পৃষ্ঠা ১১০) সুতরাং ১৯৮৬+৪০ =২০২৬ সাল। অর্থাৎ ২০২৬ সালের পূর্বেই সুফিয়ানীর উত্থান হবে। আমরআ সবাই জানি ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে সিরিয়াতে সুফিয়ানীর উত্থান হবে। ১০, ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠা ও ইমাম মাহদীর খিলাফতের দায়িত্ব হস্তান্তরঃ -------------------------------------------------------------------------------- ** সাহাবী হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্নিত তিনি বলেন, চতূর্থ ফিৎনা হচ্ছে, অন্ধকার অন্ধত্বপূর্ন ফিৎনা। যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে, আরব অনারবের কোনো ঘর বাকি থাকবেনা, প্রত্যেক ঘরেই উক্ত ফিৎনা প্রবেশ করবে। যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্ত হয়ে যাবে। যে ফিৎনাটি শাম (সিরিয়া) দেশে চক্কর দিতে থাকলেও রাত্রিযাপন করবে ইরাকে। তার হাত পা দ্বারা আরব ভুখন্ডের ভিতরে বিচরন করতে থাকবে। উক্ত ফিৎনা এ উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্নক আকার ধারন করবে যা দ্বারা মানুষ ভালো খারাপ কিছুই নির্নয় করতে সক্ষম হবেনা। ঐ মুহুর্তে কেউ উক্ত ফিৎনা থামানোর সাহসও রাখবেনা। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারন করবে। মানুষ সকালে বেলা মুসলমান থাকলেও সন্ধা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিৎনা থেকে কেউ বাঁচতে পারবেন, কিন্তু শুধু ঐ লোক বাঁচতে পারে, যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায়। করুন সুরে আকুতি জানাতে থাকে। সেটা প্রায় ১২ বৎসর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। ইতোমধ্যে ফোরাত নদীতে স্বর্নের একটি পাহাড় প্রকাশ পাবে। যা দখল করার জন্য সকলে যুদ্ধে জড়িয়ে যাবে এবং প্রতি নয় জনের সাতজন মারা পড়বে। [ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ৬৭৬ ] আমরা সবাই জানি যে, চতুর্থ ফিতনা বা, সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল ২০১১ সালে। সেটা ১২ বছর স্থায়ী থাকবে, তারপর ফোরাত নদীর তীরে সোনার পাহাড় ভেসে উঠবে। সুতরাং ২০১১+১২=২০২৩ সাল। (আল্লাহু আকবর) উল্লেখ ফোরাত নদীর তীরে সোনার পাহাড় দখল কে কেন্দ্র করে যুদ্ধের পরপরই ইরাকের কুফা (মসূল) নগরীতে কালো পতাকাবাহী দলের উপর গনহত্যা সংগঠিত হবে। তারপরই খোরাসানের কালো পতাকাবাহী বাহিনীর আত্নপ্রকাশ হবে। ** হযরত ইবনুল হানাফিয়্যাহ (রহঃ) থেকে বর্নিত, তিনি বলেন, খোরাসান থেকে কালো ঝান্ডাবাহী দল এবং শুয়াইব ইবনে সালেহ ও মাহদী (আঃ) এর আত্নপ্রকাশ আর মাহদী (আঃ) এর হাতে ক্ষমতা আসা বাহাত্তর মাসের (৬ বছর) মধ্যেই সংঘটিত হবে। [ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ৮০৪ ] সুতরাং ইমাম মাহদীর হাতে খিলাফতের ক্ষমতা যাবে ২০২৩+৬= ২০২৯ সাল। অর্থাৎ ২০২৯ সালের পূর্বেই মাহদীর হাতে রাজত্ব যাবে। ১১, পবিত্র কাবা শরীফে হত্যাকাণ্ডঃ -------------------------------------------------- ** ১৪০০ হিজরীতে ইমাম মাহদীকে কেন্দ্র করে লোকজন জড়ো হবে। [রিসালাত আল খুরুজ আল মাহদী, পৃষ্ঠা - ১০৮] অর্থাৎ ১৪০০ হিজরী বা, ১৯৭৯ সাল। ১৯৭৯ সালে হজ্জের সময় জুহাইমান আল কুতাইবি নামে এক ব্যক্তি তার শ্যালক কে ইমাম মাহদী হিসাবে পরিচিত করে পবিত্র কাবা শরীফ ১৫ দিন অবরুদ্ধ করে রাখে। তারপর পাকিস্তান ও ফ্রান্সের সেনাবাহিনীর সহায়তায় তাদেরকে হত্যা করা হয়। (সূত্রঃ Wikipedia ) ** হযরত তাবে’ (রহঃ) হতে বর্ণিত যে, তিনি বলেন আশ্রয়প্রাথী আচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে। কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে। অতপর মানুষ তাদের যুগের কিছু কাল বসবাস করবে। অতপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমন করিও না। কেননা সে ধসনেওয়ালা সৈন্যদলের একজন সৈন্য। (অর্থাৎ যারাই তাকে আক্রমণ করতে যাবে, তারাই মাটির নিচে ধ্বংসে যাবে) [ আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ৯৩৫ ] এখানে যুগের কিছু কাল বলতে, ইবনে আব্বাস (রাঃ) বলেন ৩৩ থেকে ৪০ বছর বা, তার বেশি কিছু সময়। সুতরাং ১৯৭৯+ ৪০= ২০১৯+আরো কিছু সময়। ---(সংগৃহীত )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৮২৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Lutfun Nahar (Sabira)
    User ৩ বছর, ৭ মাস পুর্বে
    weepঅনেক ভালো ছিলোgj,,,weep,,,

  • Anik hasan
    User ৩ বছর, ১২ মাস পুর্বে
    Best.aro likhen ai somporke

  • হৃদয় এখন কি বুঝতে পারছো (আ.) কেন?

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৪ বছর পুর্বে
    অামি এখন পুরোপুরিভাবে অাব্দুল্লাহ সাহেবের মতো হয়ে গেছি,শুধু কমেন্ট পড়ি অার দেখা দিয়েই চলে যাই

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর পুর্বে
    হুমম কবি ভাই gj gj

  • রামিশা নূর রাওহা
    User ৪ বছর পুর্বে
    কাব্য ভালো ভাইয়া!! মন্দকে প্রতিহত কর ভালো কাজ দিয়ে!!

  • আরবি তো বুঝিনা। @রামিশা অক্তি আর শালিকা একটু উকি দিলাম গল্পে

  • রামিশা নূর রাওহা
    User ৪ বছর পুর্বে
    কাব্য ভালো ভাইয়া!! ইযা আসাতা ফাআহসিনু!!

  • Eshrat Jahan
    Golpobuzz ৪ বছর পুর্বে
    ওই দুলাভাই এখানে কি করেন

  • আমিও নামাজ শেষ করে এলাম মিস সাংঘাতিক আপু

  • রামিশা নূর রাওহা
    User ৪ বছর পুর্বে
    রনি ভাই নামাজে গেছে!! আপনি যান না কেন!! question

  • রনি ভাইgj gj

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর পুর্বে
    হুমমgj

  • ইমাম মাহদী (আ.) - আল্লাহর মনোনিত একজন খলিফা। তাই তার নামের শেষে ( আ.) @হৃদয়

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর পুর্বে
    না লিখন ভাই আপনি যেটা মনে করেছেন সেটা নয়।gj

  • Faizan Samir(the better)
    User ৪ বছর পুর্বে
    :mind:

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৪ বছর পুর্বে
    gj

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৪ বছর পুর্বে
    kiser jogra,?

  • Faizan Samir(the better)
    User ৪ বছর পুর্বে
    হুম,ইমাম মাহদি (আঃ) এর চেহারা আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মাদ (সঃ) এর মতো হবে,তার বুক চওড়া হবে,আল্লাহ তাকে অনেক শক্তি দিবেন,গল্পটি ভালো লাগলো,,,,,,,,,,,কাব্য ভাই

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৪ বছর পুর্বে
    ki korso tmra?

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর পুর্বে
    না আপু কিছুই মনে করি নি আমিgj

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৪ বছর পুর্বে
    hmmm vlo...

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর পুর্বে
    দুইজন দুই ব্যক্তি তাই দুই আইডি। সে হলো মফিজুল ক্লাস সেভেনে পড়ে। আর আমি ইন্টার ফাস্ট ইয়ারে।☺☺☺☺☺☺☺

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    Alhamdulillah আল্লাহর রহমতে ভালো আছি আর তুমি কেমন আছ ভাই

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    আসলে আমরা হইলাম ভাই ভাই +++gj

  • ঘুম বিলাসী লিখন
    Golpobuzz ৪ বছর পুর্বে
    hey mofiz kmnmn asics

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    আচ্ছা সমস্যা নাই gj

  • Zarin Tasnim (jolly girl)
    User ৪ বছর পুর্বে
    ভাইয়া তোমরা কি মাইন্ড করছো? আমি দুঃখিত আমি আসলে কথাটা ওইভাবে বলতে চাইনি। আমি সাধারণভাবেই আস্ক করেছি

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    ☺ ☺ ☺

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর পুর্বে
    ☺☺☺☺☺☺☺☺ পিক মিলালে এই হয়

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে

  • Zarin Tasnim (jolly girl)
    User ৪ বছর পুর্বে
    MH2 ভাইয়া আপনার কথায় লজিক আছে

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    কিন্তু আমরা এক ব্যক্তি নইgj

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    ওহ হ্রদয় ভাই বুঝলাম gj

  • Zarin Tasnim (jolly girl)
    User ৪ বছর পুর্বে
    আচ্ছা বুঝলাম

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৪ বছর পুর্বে
    ভাই দুইজনই একজন কথার অনেক অর্থ অাছে।যেমন:হয় তারা এক ব্যাক্তি,হয় তাদের চরিত্র মিল,হয় তারা হুবহু মিল,হয় তারা ঐক্যবদ্ধ,নয়তো তাদের মনের মিল এরকম অনেক অর্থ হয়

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    হুম আমাদের বন্ধন অটুট আমরা কিন্তু সত্যি কারের ভাই না gj

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    তুমরা বুঝনা কেন আমি আর রনি ভাই অন্যজন আমাদের আলাদা আইডি

  • Zarin Tasnim (jolly girl)
    User ৪ বছর পুর্বে
    ও আচ্ছা তার মানে তোমরা ভাই ভাই।

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    জি না হ্রদয় ভাই আমি আর রনি ভাই অন্যজন

  • Zarin Tasnim (jolly girl)
    User ৪ বছর পুর্বে
    দুই জনে একজন? একটা আইডি চালালে কি সমস্যা আছে নাকি? দুইটা দিয়ে কি হবে?

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    এজন্যই হ্রদয় ভাই বলছিলাম রনি ভাইয়ের কাাছে যাইতেgjgj আচ্ছা তুমার কথা বুঝিনাই জারিন আপু শুনো আমি আর রনি ভাই হলো ব্রাদার্স টুয়েন্টি টু কারেন্ট মানেভাই+ভাইয়া রনি ভাই+মফিজুল ভাইয়া।।gj

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৪ বছর পুর্বে
    তারা মনে হয় একজন।

  • Zarin Tasnim (jolly girl)
    User ৪ বছর পুর্বে
    আচ্ছা রনি ভাইয়া আর মফিজুলের dp একই কেন হয় সবসময়?

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৪ বছর পুর্বে
    রনি ভাই অনেক সুন্দর হাইছে,বুঝতে পারছি।gj

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    মাশাআল্লাহ gjgj

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর পুর্বে
    হৃদয় ভাই::::: নবী সা. এর জন্মের পূর্বে ইহুদিরা বলে বেড়াত শেষ নবী তাদের বংশে জন্মগ্রহন করবে অতঃপর তাকে দিয়ে তারা কুরাইশদের উপর প্রতিশোধ নিবে।কারন তখনকার সময়ে সবদিকে উচ্চ মর্যাদার অধিকারি ছিল কুরাইশরা। কিন্তুু যখন আমাদের প্রিয় নবী কোরাইশ বংশে জন্মগ্রহন করল তাই তারা তখন এটা মেনে নেয় নি।ইমাম মাহদির আগমনের পূর্বে সুফিয়ান ও ২য় সুফিয়ানের আগমন গটবে। এদের আগমন গটবে সিরিয়ায়। সুফিয়ান বলতে বুঝানো হয়েছে ইতিহাসের নৃকৃষ্টতম শাসক। প্রথম আর দ্বিতীয় সুফিয়ান হলো সিরিয়ার দুজন শাসক। প্রথম সুফিয়ান হবে বনু কালপ গোএের। উল্লেখ যে বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ড বাশার ইবনে সাইদ বনু কালপ গোএেরই। আর ২য় সুফিয়ান হবে মুয়াবিয়া ইবনে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান বংশের। অর্থাৎ সম্পর্কে তিনি ১ম সুফিয়ানের বোনের ছেলে হবে। নবী সা. বলে গেছেন সুফিয়ানরা প্রথম ন্যায়বান শাসক হিসাবে আত্নপ্রকাশ করবে। পরে যখন তাদের ক্ষমতার ভিত শক্ত হবে তখন তাদের আসল রুপ প্রকাশ পাবে তারা মুসলীমদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট আহলে সুন্নাতুল জামায়াতের বিপক্ষে তাই করছে। তাদের চিনার উপায়ও বলে গেছেন রাসূল সা.। তার চোখ হবে লম্বা।চোল হবে কোকড়ানো,সে ক্ষমতায় আসাকালে লাল ঘোড়ার উপর সাওয়ার হবে বা হাতে লাল পতাকা থাকবে আর তার সাথে সাতজন লোক থাকবে।ইত্যাদি। মনে হয় সুফিয়ানের বিষয়টা বুঝতে পেরেছ।তারা হলো দুজন অত্যাচারী শাসক যারা সিরিয়ায় আগমন করবে শাসক রুপে। আর ইমাম মাহদি নবী না থাকার পরও আ. যোগ করার কারন মহান আল্লাহ তায়ালাই ভালো জানেন। তবে নবীদের মহান আল্লাহ তায়ালা কিছু দায়িত্ব দিয়ে প্রেরন করেছেন তাদের সঠিক পথ দেখাতে আল্লাহর পথে নিয়ে আসতে। আর ইমাম মাহদিও প্রতিশ্রুত ব্যক্তি। তিনি এসে পুনরায় ইসলামি শাসন প্রতিষ্ঠিত করবেন বাতিল পরাজিত হবে। তার বয়স যখন ৪০ বছর হবে তখন তিনি আত্নপ্রকাশ করবেন। আমি মনে হয় এখানে একটি লেখা দিয়েছিলাম ইমাম মাহদি দাজ্জাল ও ঈসা নবীর আগমন। সেখানে তারা কে কীভাবে কখন কোথায় আসবে বিস্তারিত লেখা আছে পরে নিতে পার। আর আ. মানেই তিনি নবী নন বা নবীদের সমান মর্যাদার অধিকারি নন। তিনি একজন প্রতিশ্রুত ব্যক্তি যিনি মুসলীমদের আলোর পথে হাটবেন। যেমন তুমি মনে করো একটি হাদিস আছে:: যে দাড়ি রাখল সে ১০০ জন গলাকাটা শহীদের সওয়াব পেল। কিন্তুু যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে শহীদ হয়েছেন তাদের একজনের সমান মর্যাদা কী দাড়ি রাখা ব্যক্তি পাবে?? নিশ্চই না। আর শেষ নবীর উম্মতের মর্যাদাও বিশাল। কিয়ামত দিবসে কোন নবীই বলতে পারবে না আমি জন্নাতে যাব কিন্তুু শেষ নবীর উম্মত ঐ ৭ জন সাহাবি দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আর আমাদের নবী সা. যতক্ষন জান্নাতে না যাবেন ততক্ষন কোন নবীই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর আমাদের প্রিয় নবী সা. তার একটা উম্মত বাকি রেখেও জান্নাতে প্রবেশ করবেন না। তার মানে আমাদের জন্যেও সকল নবীদের জান্নাতে জেতে দেরি হবে। এতো বিশাল মর্যাদা শেষ নবীর উম্মতের। তাই ইমাম মাহদির শেষে আ. যোগ করা মানে সম্মানিত মর্যাদার প্রতীক। তার মানে তার নিকট কোন ওহি নাযিল হবে না। তিনি শুধু পুনরায় ইসলামি শাসন কায়েম করবেন। আশা করি বুঝতে পেরেছ।

  • রামিশা নূর রাওহা
    User ৪ বছর পুর্বে
    এর প্রায় কিছুই অজানা ছিল না শুধু কয়েকটা মতভেদ ছাড়া!! জেনে ভালো লেগেছে!! বনী ঈসরাইলের সেই আয়াতটিও দেখলাম, ওয়া কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা!! ভালো লিখেছেন!!

  • হুম লেখাটা আজিদুর রহমানও দিয়েছিলো। আমার দেয়ার উদ্দেশ্য সবার নজরে আসুক আবার। হৃদয় তোমার প্রশ্নের সঠিক উত্তর জানা নেই তবুও বলি ইমাম মাহদী তো যখন জন্ম নিবেন তার বয়স কত হবে উপরে দেয়া আছে। তা থেকে বুঝা যায় ইমাম মাহদী অনেক আগেই জন্মগ্রহণ করেছেন। কিন্তু আবার যখন দুনিয়ায় আসবে সেই বয়সের থেকেই আসবে (ধারণা ভূল হতে ক্ষমাপ্রার্থী)

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    হুম হ্রদয় ভাই আপনি রনি ভাই এর কাছে যেতে পারেন বা বড় ভাইদের কাছে যেতে পারেন।।হুম বিষয়টি বুঝিয়ে দিবেন তারাই

  • MH2
    GJ Writer ৪ বছর পুর্বে
    অানেক সুন্দর যুক্তি,তবে ভাই এই সুফিয়ানি বা ২য় সুফিয়ানি বিষয়টা বুঝি নি,অাবার ইমাম মাহদী (অাgj নবী নন,তবুও তার নামের পর (অাgj কেন? কেউ জানলে অামাকে জানান দয়দ করে,

  • MH2
    GJ Writer ৪ বছর পুর্বে
    অানেক সুন্দর যুক্তি,তবে ভাই এই সুফিয়ানি বা ২য় সুফিয়ানি বিষয়টা বুঝি নি,অাবার ইমাম মাহদী (অাgj নবী নন,তবুও তার নামের পর (অাgj কেন? কেউ জানলে অামাকে জানান দয়দ করে,

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    হুম দেখা যায় আজিদুর ভাই গল্প টা দিয়েছে

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর পুর্বে
    gjহুম মিলিয়ে লিখেছেন ভালো gj