বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ছোট দোয়া বড় ফজিলত পর্ব ৩ সুপার ++

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ⏩المامون ⏩ (০ পয়েন্ট)

X এই‌পর্বে  কিছু দোয়া আর কথা বলার স্টাইল কুরআন থেকে শিখে নেব !!! ১. রাসুল (সা.) ইরশাদ করেন, 'যদি কোনো ব্যক্তি রাতে শয়নকালে এই নিয়ত করে যে সে রাতে উঠে নামাজ পড়বে; কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে সকাল হয়ে যায়, তাহলে সে তার নিয়ত অনুযায়ী নামাজের সওয়াব পাবে। আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য সদকাস্বরূপ হবে। (নাসায়ি : ১৭৮৭) ২. ‘‘ যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেন। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোন বিপদ দূর করে দেয়, আল্লাহ এর বিনিময়ে কিয়ামাতের দিন তার কষ্ট ও বিপদের অংশ বিশেষ দূর করে দিবেন।’’ ৩. আল্লাহ কি তোমাদের জন্য ইশার সলাত জামা’আতে পড়া হজ্জের সমান এবং ফজরের সলাত জামা’আতে পড়া ওমরাহর সমান করেন নি’’ এবং ‘‘যে ফরজ সলাত জামা’আতে পড়ার জন্য হেঁটে যায়, তা হজ্জের সমান এবং যে নফল সলাত পড়ার জন্য হেঁটে যায়, তার সওয়াব নফল ওমরাহর সমান।’’ (সহীহ আল জামি: ৬৪৩২) ৪. রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'যখন মানুষ মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়; কিন্তু তিনটি জিনিস বন্ধ হয় না- সদকায়ে জারিয়াহ, ওই ইলম, যা দ্বারা মানুষ উপকৃত হয়; সুসন্তান, যে তার মৃত বাবার জন্য দোয়া করে। (তিরমিজি : ১৩৭৬) ৫. রাসুল (সা.) ইরশাদ করেন, 'জনসম্মুখের তুলনায় লুকিয়ে নফল নামাজ পড়ার মধ্যে ২৫ গুণ বেশি সওয়াব। ৬ . রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, 'কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনে কিছুক্ষণ সময় দেওয়া আমার কাছে এক মাস মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি পছন্দনীয়।' (আল মু'জামুল কাবির : ১৩৬৪৬) কেমন করে কথা বলতে হবে        মানুষের সাথে। আল্লাহর            কাছ থেকে শিখি ১. #কথা বলার পূর্বে সালাাম            দেয়া। নূরঃ ৬১ ২. #সতর্কতার সাথে কথা বলা    (কেননা প্রতিটি কথা রেকর্ড হয়)                  ক্বফঃ ১৮ ৩. #সুন্দর ভাবে ও উত্তম            রূপে কথা বলা।         বাক্বারাহঃ ৮৩ ৪. #অনর্থক ও বাজে কথা                 পরিহার করা।                  নূরঃ ৩ ৫. #কন্ঠস্বর নিচু করে কথা         বলা। সূরা লুকমানঃ১৯          হুজুরাতঃ ২ - ৩ ৬. বুদ্ধি খাটিয়ে কথা বলা।            নামলঃ ১২৫ ৭. #সঠিক কথা বলা ও পাপ    মোচনের দোয়ার উন্মুক্ত করা।       আহযাবঃ ৭১ - ৭২ ৮. #গাধার মত কর্কশ স্বরে                 কথা না বলা।             লুকমানঃ ১৯ ৯. #উত্তম কথা বলে শত্রুকে ও             বন্ধুতে পরিণত করা।        হা- মীম সাজদাহঃ৩৪ ১০. #উত্তম কথায় দাওয়াত    দেয়া। হা,মীমসাজদাহঃ৩৪ ১১. #ঈমানদারদের কথা ও              কাজ এক হওয়া।                ছফঃ ২ ১২. #পরিবারের সদস্যদের    প্রতি ক্ষমারনীতি অবলম্বন করা।            আ'রাফঃ ১৯৯ ১৩. #মেয়েরা পর পুরুষের     সাথে আকর্ষণীয় ও কোমল          ভাষায় কথা না বলা।          আহযাবঃ ৩২ ১৪.#মূর্খ ও অজ্ঞদের সাধ্যমত                   এড়িয়ে চলা।               ফুরকানঃ ৬৩ Collect শিক্ষাঃ ?? পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।        ‌‌‌‌‌     *আল্লাহ হাফেজ*


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০৭৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Md.sAiM aRaFAt
    User ৪ বছর পুর্বে
    Nc post

  • ⏩المامون ⏩
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    কেমন আছ মফি

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    সু------------ স্বাগতম ভাইয়া

  • ⏩المامون ⏩
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    সকলকে ধন্যবাদ

  • Faizan Samir(the better)
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    Good,I waiting for next part☺

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    Hmm gj

  • sumaiya
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    সত্যিই আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। উদাহরণ হিসেবে, কেউ ফোনে কথা বলার সময় থাকে এক যায়গায়, আর বলে অন্য যায়গার নাম।

  • নীলাদ্রির নীল (রসিক-প্রিয়)
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    ধন্যবাদ এই পর্বটির জন্য

  • নীলাদ্রির নীল (রসিক-প্রিয়)
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    ধন্যবাদ এই পর্বটির জন্য

  • মোহাম্মদ মফিজুল হোসেন।।
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    gjধন্যবাদ

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    মহান আল্লাহ তায়ালা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।। gj gj