বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমার মাঝে আল্লাহর পরিচয়

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম। মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে।আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে বিষ্ময়কর সৃষ্টি হলো মানুষ।আল্লাহ তায়ালা কুরআন শরীফ এ বলেন,"আমি মানুষ কে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।তারপর আমি তাকে বীর্য বিন্দুরুপে এক সংরক্ষিত স্থানে রেখেছি।অতঃপর জমাট রক্ত এ পরিণত করেছি।অতঃপর সে মাংস থেকে অস্থি সৃষ্টি করেছি।পরে অস্থি কে মাংস দ্বারা আবৃত করেছি।অবশেষে তাকে এক নতুন রুপে দাঁড় করেছি।নিপুনতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই না কল্যাণময়।"(সূরা মুমিনূন,আয়াত ১২-১৪)আল্লাহ মায়ের জরায়ুতে বাচ্চার জীবন ধারণের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছেন।বাচ্চা সেখা৷ থেকে অক্সিজেন গ্রহণ করে। সে অক্সিজেন কি দেখা যায়?আজ না দেখে নাস্তিকরা আল্লাহকে বিশ্বাস করেনা।তাহলে অক্সিজেনকে কীভাবে বিশ্বাস করে।সেই অক্সিজেন কি কোন বিজ্ঞানী তৈরী করেছেন?তাহলে বুঝা যায় দুনিয়ার সকল বিজ্ঞানীদের ওপর এক মহাবিজ্ঞানী আছেন। তিনি কে?তিনিই হলেন মহান আল্লাহ তায়ালা। আল্লাহ পাক মায়ের গর্ভে বাচ্চার চোখ,মুখ,নাক,কান তৈরী করেছেন কোন বিজ্ঞানী কি পারবেন যদি মায়ের গর্ভ থেকে নাক,কান,চেখ বিহীন বাচ্চা জম্ম নেয় তার অঙ্গটি অরজিনাল ভাবে তৈরী করতে?তাহলে আল্লাহ কে অস্বীকার করার কি অর্থ?মানুষের ভিতর যে হ্রদপিন্ড আছে তা মানুষের রক্তকে নিয়ন্ত্রণ করে থাকে,সেই হ্রদপিন্ডকে আল্লাহ জম্ম থেকেই বাচ্চার ভিতর স্থাপন করেছেন।দুনিয়ার কোন বিজ্ঞানী কি হ্রদপিন্ডের মতো যন্ত্র তৈরী করতে পারবেন।যা বিরতিহীন ভাবে চলতে থাকবে কখন নষ্ট হবেনা।কম্পিউটার কে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার হিসেবে মনে করে।কিন্তু কম্পিউটার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি শক্তিশালী মানুষের মাথার ব্রেন।এই মস্তিক বা ব্রেন কে তৈরী করেছে? উওর এক নিঃশ্বাস এ বলব মহান আল্লাহ তায়ালা। আল্লাহ তায়ালা বলেন,"---(আল্লাহ পাক প্রশ্ন করেছেন,)আমি কি তার জন্য এক জোড়া চোখ,একটি জিহবা ও এক জোড়া ওষ্ঠ সৃষ্টি করি নি? (সূরা বালাদ,আয়াত ৮-৯) পৃথিবীতে কোন বিজ্ঞানী চোখ মুখ জিহবা ওষ্ঠ ছাড়া জম্মায়নি।এসব কার তৈরী?? কে এগুলো সৃষ্টি করেছে??উওরঃমহান আল্লাহ পাক।মানুষের দেহ ৩৬০টি হাঁড়ের সংযোগ এ গঠিত।কোন বিজ্ঞানী কি এগুলো দেখেছেন??আল্লাহ তায়ালা কুরআন এ বলেছেন,"হে মানব সমাজ!আপন পালনকর্তাকে তোমরা ভয় কর,যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর তাদের দু'জন(আদম-হাওয়া)থেকে বিস্তার করেছেন অগণিত অসংখ্য নারী-পুরুষ।"(সূরা নিসা, আয়াত ১)নারী গর্ভে সন্তান জম্ম নেয়। এই ধারা আল্লাহ তায়ালা তৈরী করেছেন। আল্লাহর সৃষ্টি গুলোকে কোন বিজ্ঞানী তৈরী করতে পারবেনা তা আমরা চ্যলেঞ্জ দিয়ে বলতে পারি। কথা কি পরিষ্কার আবার বলি,সাহস থাকলে আল্লাহর সৃষ্টিগুলোকে তৈরী এবং প্রমাণ করে দেখান। নতুবা আল্লাহ তায়ালা আছেন এবং তাঁকে পৃথিবীর স্রস্টা হিসেবে মেনেে তাঁর ইবাদত করুন। (কালেকটেড) >>>সমাপ্ত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৭৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • M.[Mofizul] Hossain
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    হুম ঠিক শাহি আপি। বিজ্ঞানীরা এখন নাস্তিকে পরিণত।ওরা সবসময় আল্লাহর বাণী আল-কুরআন এর পিছনে লগে।

  • M.H.H.RONI
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    আরে বাহ্gj ঠিক বলেছেন শাহি আপু।

  • SHAHI
    User ৪ বছর, ১ মাস পুর্বে
    ধন্যবাদ মফিজুল ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য। ওরা কেন বুঝতে চায় না আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন। সত্যি বলতে যারা একসময় মুসলিম ছিলেন তারা এখন শিক্ষত নাস্তিকে পরিণত হয়েছেন gj