Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /var/sites/g/golperjhuri.com/public_html/gj-con.php on line 6
ইঁদুরের নাচ

গল্পেরঝুড়িতে লেখকদের জন্য ওয়েলকাম !! যারা সত্যকারের লেখক তারা আপনাদের নিজেদের নিজস্ব গল্প সাবমিট করুন... জিজেতে যারা নিজেদের লেখা গল্প সাবমিট করবেন তাদের গল্পেরঝুড়ির রাইটার পদবী দেওয়া হবে... এজন্য সম্পুর্ন নিজের লেখা অন্তত পাচটি গল্প সাবমিট করতে হবে... এবং গল্পে পর্যাপ্ত কন্টেন্ট থাকতে হবে ...

সুপ্রিয় গল্পের ঝুরিয়ান গন আপনারা শুধু মাত্র কৌতুক এবং হাদিস পোস্ট করবেন না.. যদি হাদিস /কৌতুক ঘটনা মুলক হয় এবং কৌতুক টি মজার গল্প শ্রেণি তে পরে তবে সমস্যা নেই অন্যথা পোস্ট টি পাবলিশ করা হবে না....আর ভিন্ন খবর শ্রেনিতে শুধুমাত্র সাধারন জ্ঞান গ্রহণযোগ্য নয়.. ভিন্ন ধরনের একটি বিশেষ খবর গ্রহণযোগ্যতা পাবে

ইঁদুরের নাচ

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md: Atiqur Rahman Atik (২ পয়েন্ট)বনে ছিল এক নাচের ইঁদুর। সে আপন মনে নাচছিল। এক বিড়াল তার নাচ দেখে বলল, এত সুন্দর নাচ আমি জীবনেও দেখিনি। তোমার নাচের তারিফ না করে পারছি না আমি। ইঁদুর নাচ থামিয়ে দিয়ে বলল, আজকে আমার প্রস্তুতি ছিল না। এতেই তুমি এত্ত খুশি, যখন প্রস্তুতি নিয়ে নাচবো, তখন! বিড়াল বলল, এর চেয়েও সুন্দর নাচতে পারো তুমি! তোমার ওই নাচ না দেখা পর্যন্ত আমি মুখে খাবার তুলছি না, হু। বিড়ালের প্রশংসায় ইঁদুর খুব খুশি হলো। সে আনন্দে নেচে-গেয়ে চলে গেল বাড়ি। পরের দিন বিড়াল ইঁদুরের বাড়ির সামনে গিয়ে বসে আছে। হঠাৎ একটা ইঁদুর চিৎকার করে বলল, ওই দেখ একটা বিড়াল। সাবধান হয়ে যাও সবাই! নাচের ইঁদুরটি বলল, আমি ওকে চিনি। ও অতোটা ভয়ংকর নয় যতোটা তোমরা মনে করছ। ও আমার নাচের ভক্ত, খুব প্রশংসা করে আমার। বিড়াল বলল, আমি তোমার নাচ দেখতে চলে এসেছি। অন্য ইঁদুরেরা সতর্ক হয়ে বলল, বিড়াল আমাদের বড় শত্রু, ওর সাথে আবার কিসের কথা? চল পালাই। চোখের পলকে চলে গেল সবাই। শুধু ওই ইঁদুরটাই রয়ে গেল যার নাচ দেখে বিড়াল খুব প্রশংসা করছে। বিড়াল বলল, জীবনে এমন গুণী বন্ধু পাওয়া মানেই তো অনেক কিছু পাওয়া। বিড়ালের প্রশংসায় ইঁদুর নাচ শুরু করে দিল। বিড়াল লেজ নেড়ে, শিস দিয়ে ইঁদুরকে উৎসাহ দিচ্ছে। ইঁদুর নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেল। বিড়াল বলল, থেমো না বন্ধু, আমাকে উপভোগ করতে দাও। নাচতে নাচতে ক্লান্ত ইঁদুর পড়ে গেল বিড়ালের সামনে। বিড়ালটি গায়ের লোম ফুলিয়ে ইঁদুরকে ঠেসে ধরে বলল, ক্ষুধার পেটে নাচ আর ভালো লাগে না। তোমার নাচকে আমি খুব পছন্দ করি। তবে আফসোস, আমি এখন একটা ইঁদুরের সাথে তার নাচটাও খেয়ে ফেলবো। একথা বলে বিড়াল গপাস গপ করে ইঁদুরটাকে গিলে ফেলল। বিড়ালের পেটে যাওয়ার আগে ইঁদুর বলে গেল, আমি তোমার পেটে গিয়েও নাচব, মনে রেখো। ইঁদুরটি বিড়ালের পেটে তিড়িং বিড়িং নাচ শুরু করে দিল। ভয়ানক বিপদে পড়ে গেল বিড়াল। সে ইঁদুরের বাড়ি গিয়ে বলল, আমি নাচের ইঁদুরটাকে আদর করে আমার পেটের ভেতরে তুলে রেখেছিলাম। তার নাকি আর ভাল লাগছে না। বন্ধুরা, তোমরা ওকে পেট থেকে বের করে আনার ব্যবস্থা করো। একটা ইঁদুর তেড়ে এসে বলল, নাচের ইঁদুরের মতো বোকা আমরা নই। তুমি একটা বজ্জাত। আর চালাকি না করে এখান থেকে ভালয় ভালয় চলে যাও তুমি। বিড়াল মন খারাপ করে চলে গেল


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৪৪ জন


এ জাতীয় গল্প

→ পরীর নাচ ২(শেষ পর্ব)
→ পরীর নাচ ১
→ ইঁদুরের বিয়ে
→ কাক এবং ইঁদুরের বন্ধুত্ব
→ কাক এবং ইঁদুরের বন্ধুত্ব
→ এক ইঁদুরের গল্প
→ লোভী ইঁদুরের গল্প
→ ইঁদুরের মা
→ ইঁদুরের মা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...