বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেই তুমি ২

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PS Sumon (০ পয়েন্ট)

X রাস্তায় হাটতে হাটতে হঠাৎ একটা গাড়ির সাথে আমার ধাক্কা লেগে যায়,, চোখ খুলে দেখি আমি একটা রুমের মধ্যে আছি। আমার পাশে একটা মহিলা বসে আছে (বয়স ৩০-৩২ হবে) আমিঃ আমার কি হয়েছিলো আন্টি ? (যেহেতু অচেনা তাই আন্টি বললাম) আন্টিঃ তুমি আমার গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলে,,তবে এখনও তুমি পুরোপুরি সুস্থ না তাই আজ এখানে‌ই থাকো। আমিঃ ধন্যবাদ আন্টি। আন্টিঃ তা তোমার নাম কি,থাকো কোথায় আর সুস্থ হওয়ার পর যাবেও বা কোথায় ? আমিঃ আমার নাম রাজ। আর থাকার কোনো জায়গা নেই কোথায় যাবো তাও জানি না। আন্টিঃ তাহলে বাবা তুমি আমার বাসাতেই থেকে যাও,,আমার বাসায় আমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ থাকে না,,বাড়িতে একটা ছেলে থাকা খুব দরকার। আমি প্রথমে থাকতে চাই নি তবে আন্টির অনুরোধ আর ফেলতে পারলাম না। বিকালে আন্টির মেয়ে কলেজ থেকে ফিরলে আন্টি তার সাথে পরিচয় করিয়ে দিলো,,মেয়েটা নাম রিমি দেখতেও অনেক সুন্দর এবার ইন্টার প্রথম বর্ষে পরে। আন্টি আমার পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করলে আমি সব খুলে বললাম। তারপর তিনি অনেক টাকা খরচ করে নতুন রেজিস্ট্রেশন করে আমার এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলে। এসএসসি পরীক্ষায় আমার রেজাল্টও হয়েছিলো ভালো ৪.৭৯ পয়েন্ট পেয়েছিলাম। কিন্তু বাড়ির সেই ঘটনাটা আমি কোনভাবেই ভুলতে পারছিলাম না। বিকাল হলেই ছাদে গিয়ে মন খারাপ করে দাড়িয়ে থাকতাম। প্রতিদিনের মতো সেদিনো ছাদে দারিয়ে ছিলাম হঠাৎ কাধের ওপর কারো স্পর্শ অনুভব করলাম,,পেছনে ঘুরে দেখি রিমি আপু। রিমি আপঃ আচ্ছা তুমি সবসময় চুপচাপ থাকো কেন? আমি কোনো কথা না বলে নিচে চলে আসলাম। কারন মেয়েদের সাথে কথা বলতে আমার ভয় করতো সবার মাঝেই যেন মায়াবীর ছায়া দেখতে পেতাম। রিমি আপু অবাক হয়ে তাকিয়ে রইলো। সকালে আন্টি রিমি আপুর সাথে আমাকে কলেজে পাঠালেন ভর্তি হওয়ার জন্য,,রিমি আপু একটা রিক্সা ডেকে নিলেন ,দুজনেই পাশাপাশি বসে আছি কেউ কোনো কথা বলছি না। কলেজে ভর্তি হওয়ার পর রিমি আপু আমাকে নিয়ে তার বান্ধবীদের কাছে গেলেন,, -- এটা কে রে? (আপুর বান্ধবীরা) -- আমার জুনিয়র বিএফ (রিমি আপু) বলে সবাই হেসে দিলেন। কিছুক্ষন পর দুজনে বাড়ি ফিরে আসলাম,,আমাকে সবসময় চুপচাপ থাকতে দেখে যেন আমার বিষয়ে জানার আগ্রহটা রিমি আপুর একটু বাড়তেছিলো। রাতে খাবার পর রিমি আপু আমার ঘরে এলেন,,আর তখনি মায়াবীর ঘটনাটা আমার মনে পরে গেলো,,তাই আমি রিমি আপুকে জোড় করে ঘর থেকে বের করে দিলাম,,হয়তো আপু একটু কষ্ট পেয়েছিলো কিন্তু আমার কিছু করার নেই। রাতে ঘুম আসছিলো না তাই ছাদে চলে গেলাম,,,কিন্তু ছাদে গিয়ে আমি অবাক হয়ে গেলাম রিমি আপু এখনও ঘুমায়,,এতো রাতে ছাদে কি করছে। আর কিছু না ভেবে ছাদ থেকে চলে আসতে ছিলাম আর তখনি রিমি আপু পেছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না,, দারিয়ে আছি দুজনেই কেউ কোনো কথা বলছি না রিমি আপু এখনও আমার হাত ছাড়েনি,,আমিও আর ছাড়ানোর চেষ্টা করিনি। এই প্রথমবার কারো স্পর্শ যেন মনের গভীরে অনুভূতি জাগিয়ে তুললো,,হঠাৎ রিমি আপু বললো,, -- আচ্ছা তুমি আমাকে এতো এড়িয়ে চলো কেন,,আর সবসময় এরকম মন খারাপ করে থাকো কেন ?? (রিমি আপু) তখন আমার অতীত আমি আপুকে বললাম,,,শুনে আপু কেঁদে ফেললো,,, -- আরে আপু কাঁদছেন কেন ? (আমি) -- না এমনি চোখে পানি চলে এলো,,আর তুমি আমাকে আপু বলবে না রিমি বলে ডাকবে। (রিমি আপু) -- ঠিক আছে আপু (আমি) --- আবার...(রিমি) -- সরি,,,এখনতো হাতটা ছাড়েন (আমি) -- ওইই আপনি করে বললে খবর আছে তুমি করে বলবা (রিমি) -- কিন্তু আপনি তো আমার থেকে বড় (আমি) -- আমি বলছি‌ তুমি করে বলতে তাই তুমি করে বলবে,,,(রিমি) -- ওকে,,কিন্তু হাতটা তো ছাড়ো (আমি) -- না ছাড়বো না, আজ সারারাত তোমার হাত ধরে গল্প করবো,,(রিমি) তারপর দুজনেই সারারাত ছাদে দারিয়ে গল্প করলাম,,,সেদিনের ঘটনার পর আজই প্রথম হাসলাম,,আর আমার হাসির পেছনে মূল কারন রিমি। এভাবেই কাটছিলো আমার দিনগুলো,,সকালে রিমির সাথে কলেজে যাওয়া, বিকেল হলেই রিমির হাতে হাত রেখে ঘুরতে যাওয়া,,আর কেউ জিজ্ঞেস করলে রিমি আমাকে ওর বিএফ বলেই পরিচয় দিতো। একদিন সত্যিই রিমি আমাকে প্রোপোজ করলো,,, সেদিন ছিলো রিমির জন্মদিন,,অনুষ্ঠান শেষে সবাই যখন চলে গেলো তখন আমি রিমিকে একটা ঘড়ি উপহার দিয়ে নিজের রুমে চলে যাই,,,আন্টিও ঘুমাতে চলে যান কিন্তু ঘুমাতে যায়নি রিমি,,ও আমার রুমে ডুকে দরজা বন্ধ করে দিলো,,তখন ওর মাঝে আমি মায়াবীর ছায়া স্পষ্ট দেখছিলাম,,কিন্তু না রিমি ওরকম করেনি,,ও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো,,, রিমিঃ আমাকে তোমার মনে রাজ্যে রাণি বানাবে না ?? তারপর আমিও ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম,,শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়,,, চলবে --


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০১২ জন


এ জাতীয় গল্প

→ সেই তুমি
→ সেই তুমি ৫
→ সেই তুমি ৪
→ সেই‌ তুমি ৩
→ সেই তুমি ১
→ সেই তুমি
→ সেদিনের সেই তুমি ( সম্পূর্ণ গল্প)
→ সেদিনের সেই তুমি__৬
→ সেদিনের সেই তুমি__৭ (THE CONCLUTION)
→ সেদিনের সেই তুমি__৫
→ সেদিনের সেই তুমি__৩
→ সেদিনের সেই তুমি__৪
→ সেদিনের সেই তুমি__২
→ সেদিনের সেই তুমি__১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now