বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বিয়ে

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অন্তরা (০ পয়েন্ট)

X নিজের বিয়ের কথা শুনলে যে কেউ খুশিতে আত্মহারা হয়ে যাবে। আর তা যদি হয় নিজের ক্রাশের সাথে, তবে তো কোনো কথাই নেই। নাচতে নাচতে বিয়েতে বসা যাবে। বলছিলাম আমার বিয়ের কথা। কয়েকদিন ধরেই আমার বিয়ে নিয়ে গুণগুণ রব শুনছি বাসায়। শুধু বাসাতেই নয় এই বিয়ের কথা বাতাসে ছড়িয়ে দিয়েছে পুরো মহল্লায়। আজ হঠাৎ করেই মহল্লায় কটকটি ওয়ালা দেখে আমার জিহ্বায় পানি চলে এসেছিলো আর ওমনি এক বাচ্চাকে পাঠালাম কটকটি এনে দিতে, আর বাচ্চা মুখের উপর বলে দিলো সায়মু আপু তোমার না সামনে বিয়া এখনও তুমি কটকটি খাও? সাথে সাথে আমার চোখ কপালে উঠে গেলো। আমার বিয়ে আমি জানিনা অথচ কালকের এই পুচঁকে ছোঁড়া বলে আমার বিয়ে! এতোদিন বাসায় বিয়ের খবরটা শুনলেও ব্যাপারটা হালকা ভাবে নিয়েছি। কেনোনা, কয়েকমাস ধরেই বাসায় বিয়ের খবরটা বাতাসে আমার নাক পর্যন্ত আসলেও ফাইনালি বিয়ে পর্যন্ত যায়নি। এখন যেহেতু মহল্লায় ছড়িয়েছে তবে এবার সত্যি সত্যি আমার বিয়েটা হচ্ছে, এবার আর আমায় ঠেকায় কে? কিন্তু কটকটি খাওয়ার সাথে বিয়ের কি সম্পর্ক বুঝে আসলোনা। যারা বিবাহিতা তারা কি কটকটি খায়না? কি জানি বাপু এসব ভেবে মস্তিষ্কে প্রেসার দিয়ে লাভ নেই। আমারতো বিয়া হচ্ছে। খুশিতে দৌড়াতে দৌড়াতে বাসায় এসে আম্মুকে বললাম আম্মু আমার নাকি বিয়া? আম্মুর পাশে কয়েকজন আন্টিও বসা ছিলো। সবগুলো গোল হয়ে বসে কিসের মিটিং যেনো করছিলো। (এটাকে আমি গোলমিটিং বলি) আম্মু সাথে সাথে ভ্রু কুঁচকে বলল কি বললি তুই? -- আমার কি বিয়ে সামনে মম? ( আমি বেশি খুশি হলে আম্মুকে আর আম্মু বলিনা ওটা হয়ে যায় মম) আম্মুর পাশে বসে থাকা মহিলা একটা বলে উঠলো ছিঃ ছিঃ বিয়ের কথা শুনলে মেয়েরা এতো খুশি হয়! আরেকজন বলল এখনকার মেয়েরা কি আমাগো মতন যে বিয়ার কথা শুনলে কাঁদবো? আমি বুঝলামনা বিয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার সাথে কান্নার কি সম্পর্ক! এখনও কান্নার জন্য অনেকগুলা দিন পরে আছে। মনে মনে এসব বলে আম্মুকে আবারো বললাম বলোনা মা আমার কি বিয়ে? ( এবার বিরক্ত হয়ে, আর বিরক্ত হলে আম্মু হয়ে যায় শুধু মা) আম্মুও রাগে কটমট করতে করতে বলল বলদের বাচ্চা হ্যাঁ তোর সামনে বিয়ে। আম্মু রেগে গেলে আমাকে বলদের বাচ্চাই বলে। এতে আমার কিচ্ছুই হয়না। আমার বাবা বলদ না সুস্থ্য সেটা আম্মুই ভালো বলতে পারবে। ভাগ্যিস আব্বু নেই নাহয় এই অপমান সহ্য করতে না পেরে আমাকে বলদীর বাচ্চা বলতো তাতে কোনো সন্দেহ নেই। মায়ের মুখে বিয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে খুশিতে লাফাতে লাফাতে রুমে এলাম।( যেমন করে ক্যাঙ্গারু লাফায়) আমার আজ খুশিতে লুঙ্গিডান্স দিতে ইচ্ছা করছে, কিন্তু লুঙ্গি পাবো কোথায়? বসে বসে কিছুক্ষণ চিন্তা করলাম পরে রুম থেকে বের হয়ে এসে দেখি আমার এক্স তাদের উঠোনে লুঙ্গি শুকাতে দিয়েছে। নিশ্চয় গর্দভ টা এখন গোসল করে এসেছে। সে যাই হোক লুঙ্গি ভেজা হোক কিংবা শুকনা আমাকে লুঙ্গিডান্স দিতেই হবে নাহয় পাপ হবে। লুঙ্গিটা চুরি করে এনে নিজের রুমে এসে দড়জা বন্ধ করে দিয়ে দিলাম উড়াধুড়া লুঙ্গিডান্স। আর তার পর পর আম্মু খুব জোড়ে জোড়ে দড়জা পেটাচ্ছে। এই বুঝি দড়জা ভেঙ্গে আমার রুমে হুমড়ি খেয়ে পরছে। অর্ধেক লুঙ্গিডান্স দিয়েই দড়জা খুলে আম্মুর দিকে তাকাতেই আমার গালে ঠাসসসসসস... আমি গাল ঘষতে ঘষতে নাকে কান্না দিয়ে বললাম মারলা ক্যান? -- নির্লজ্জ মেয়ে বিয়ের কথা শুনলে কেউ নাচে? -- মনে হয় যেনো তুমি নাচোনি? আমার মুখে মা এ কথা শুনে আম্মু দাঁত কিড়মিড় দিয়ে কিছু বলতে যাবে, ওমনি মায়ের পেছন থেকে আমার ক্রাশ বলে উঠলো এখানে কি চলে? এই ছেলেকে দেখলে আমার পেটের মধ্যে সাড়ে বারো কেজী লাড্ডু ফুটে অনায়াসে, যেমন করে বিয়েতে আতসবাজি ফুটে। আমি হাসি হাসি মুখ নিয়া বললাম জানেন আমার না সামনে বিয়ে, কিন্তু কার সাথে বিয়ে আমি জানিনা। তবে আমি কিন্তু আপনাকে লাভ কইরা ফালাইছি এখন আমার কি হবে? ছেলেটাও মিষ্টি কুমড়ার মতন মিষ্টি একটা হাসি দিয়ে বলল চিন্তা করোনা সায়মু তোমার বিয়ে পাভেলের সাথেই হবে। এরপর আর আমার কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে খুঁজে পেলাম আমার ক্রাশের কোলে। আমি উঠে আমার ক্রাশকে জড়িয়ে ধরে বললাম না, না এ হতে পারেনা আমি তোমার বউ হতে চাই। তোমার ভাই এর না। সাথে সাথে আমার ক্রাশ বলে উঠলো পাভেল কে হয় আমার? -- কেনো তোমার বড় ভাই না? -- আমার নাম কি তবে? -- কেনো আপনি রুবেল না? -- ওরে পাগলী আমিই পাভেল আর রুবেল আমার বড় ভাই। তারপর সবাই মিলে হোহো করে হেসে উঠলো। আর আমিও লাজুক ভঙ্গিতে হেসে উঠলাম এই হাসির কারণ আমি নিজেও জানিনা। #সায়মুর_বিয়ে (রম্য) লিখাঃ Shirin Sultana


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৪৮৮ জন


এ জাতীয় গল্প

→ মেয়েদের অতীত দেখেশুনে বিয়ে করবেন,সাবধান!!
→ ছোট গল্প বিয়ে
→ আমার বিয়ে
→ বিয়ে বাড়ির প্রেম
→ গেদি আপার বিয়ে
→ দ্বিতীয় বিয়ে
→ বিয়ে হয়েও হইলো না, বিয়ে!
→ ছোট মামার বিয়েতে!!
→ ভালবাসার বিয়ে।
→ জোর করে বিয়ে
→ "আমি তো বিয়েই করি নি"
→ ধর্ষণ রুখতে বিয়ে সহজ করুন, ধর্ষকের শাস্তি নিশ্চিত করুন : আজহারী
→ সাফার বিয়ে
→ ২২ বছর বয়সের মধ্যে বিয়ে না হলে মেয়েদের ৭ টি সমস্যার মুখোমুখি হতে হয়
→ ♥♥সিয়াম ভাইয়ার বিয়ে ♥♥[১ম পর্ব]

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • তাবাসসুম ধ্রুবা
    User ৪ বছর, ২ মাস পুর্বে
    হা হা হা,,,,খুব সুন্দর!!

  • Mofizul
    Golpobuzz ৪ বছর, ৩ মাস পুর্বে
    হিহিহিহি হিহিহিহি

  • Eihana akter mahi
    User ৪ বছর, ৫ মাস পুর্বে
    Very interesting story

  • Eihana akter mahi
    User ৪ বছর, ৫ মাস পুর্বে
    Very interesting story

  • বকুল রায়
    Golpobuzz ৪ বছর, ৫ মাস পুর্বে
    মজার

  • Probal
    User ৪ বছর, ৫ মাস পুর্বে
    204 notifications!!

  • Anisha Jannat
    User ৪ বছর, ৫ মাস পুর্বে
    হাহাহা....সুন্দর গল্প

  • Eshrat Jahan
    Golpobuzz ৪ বছর, ৫ মাস পুর্বে
    নাইস

  • Ishika ishu
    User ৪ বছর, ৫ মাস পুর্বে
    হা।হা...হা...নাইসgj

  • Rehnuma Ahmed
    Golpobuzz ৪ বছর, ৫ মাস পুর্বে
    হা হা হা। মজার গল্প । gj

  • Fahmida
    Golpobuzz ৪ বছর, ৫ মাস পুর্বে
    Romantic +fun=gj

  • রামিশা নূর রাওহা
    User ৪ বছর, ৫ মাস পুর্বে
    সোওওওওওও..... ফানি......প্রবল বাতাস।

  • Meharaj_ht
    Golpobuzz ৪ বছর, ৫ মাস পুর্বে
    হাহাহা সুন্দর হলো.. gj