বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্বামীর অবহেলা ৫

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোয়ানা(guest) (০ পয়েন্ট)

X বাসায় এসে ফ্রেস হয়ে রিয়াদ ল্যাপটপ নিয়ে বসল।জারার সব খবর তার চায়।কিন্তু এফবি টুইটার কোথাও ওকে পেলনা।ফোন নাম্বারও নেই।:আসতে পারি?:কে?রিয়াদ পেছনে তাকিয়ে দেখলো এক হাত ঘোমটা দিয়ে তুয়া।:এইখানে কী চায় তোর?আর এভাবে ঘোমটা দিয়ে আছিস কেনো?:বারে আপনিই তো বলেছেন আমার মুখ দেখবেন না।স্বামী তো সবার ওপরে(আল্লাহর পর)তার কথা ফেলি কি করে?:এই কি বললি?আমি তোর স্বামী?আমার বউ হবার চেষ্টাও করিস না।আমার বউ তোর মতো না জারার মতো হবে।:এই জারাটা কে?:সেটা তোকে বলব কেন?: না মানে জারা কি ইলার আরেকটা নাম নাকি সম্পূর্ন আরেকটা মানুষ?:এই তোর সাহস তো কম নয়।আমার মুখে মুখে কথা বলছিস?চোখ ফেটে জল আসতে চায়ল।কিন্তু কোথাও একটা বাধা।তার বর তাকে চোখের জল ফেলারো অধিকার দেয়নি।নিঝুম সব কথা বলার পর থেকে বাবা বলে দিয়েছেন তুয়া রিয়াদের ঘরেই থাকবে।একটু পর তুয়া শুয়ে পড়ল ঠাণ্ডা মেঝের ওপর।না আছে তার বালিশ আর না আছে চাদর।মেয়েটা শীতে কাঁপতে লাগল।রিয়াদ তাই দেখে এসির পাওয়ার আরেকটু বাড়িয়ে দিয়ে দামি কম্বল জড়িয়ে নরম বিছানায় মহানন্দে ঘুমিয়ে পড়ল।তুয়া রাতে ডাইরি লিখত।ঠাণ্ডায় ঘুম আসছে না দেখে লিখা শুরু করল।তার আবেগের কথা।যদিও রিয়াদ এসব কখনো জানতে পারবেনা মানে চায়বেনা তবুও।চলবে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩২৮১ জন


এ জাতীয় গল্প

→ স্বামীর অবহেলা ৪
→ স্বামীর অবহেলা ৩
→ স্বামীর অবহেলা ২
→ স্বামীর অবহেলা ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন