বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তুমি তো শুধুই আমার(পর্ব১)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Jahan (০ পয়েন্ট)

X রনি আর তারা তিনটা বন্ধু জগন্নাথ ভার্সিটির ভেতর বসে আছে।প্রতিদিন রনি এই সময় ওখানে বসে আড্ডা দেয় তারপর অফিসে চলে যাই।আজকে রনি আড্ডা দিচ্ছে খুব ভালো করে।তার বন্ধু নীরবকে বলল,"কিরে নীরব বিয়ে করার বউ খোঁজ।" নীরব বলল,"তুই আগে খোঁজ।" রনি বলল,"খোঁজ করা তো লাগবেই।" এই বলে রনি যেই না সামনে তাকাইছি চোখের সামনে দিয়ে কে যেন গেল।রনি বেশ ভালো করেই খেয়াল করলো।নীল শাড়ি।অনেক বড় চুল।বেনুনি গেঁথেছে।শর্ট পেন্সিল পড়েছে।জুতাও নীল কালারের।বেশ সুন্দর।সবচেয়ে বড় কথা তার চোখ মায়াবী।মুখটাও মায়াবী।রনি হা করে তাকিয়ে এসব দেখছে।কাউকে কখনো পছন্দ হয়নি।পছন্দ হয়নি বলেই কোনোদিন প্রেম করেনি।আজ এই মেয়েকে।নিলয় রনিকে ধাক্কা দিয়ে বলল,"কিরে রনি এইভাবে তাকাইছিস ক্যান?বিয়ে করবি নাকি?" রনি নিলয়ের দিকে তাকিয়ে বলল,"কিযে বলিস তোরা?" শান্ত বলল,"বিয়ের সময় তো তোর হয়েই গেসে।বিয়ে কর গা ওই মেয়েকে?" রনি বলল,"যা।তোরা যে কি বলিস?" নীরব বলল,"রনি তোর যদি পছন্দ না হয় তাহলে ঐভাবে তাকালি কেন?" নিলয় নিরবের কথার পক্ষ নিয়ে বলল,"হ্যা হ্যা বল।কিসের জন্য তাকালি?" রনি দাঁড়িয়ে বলল,"ইস।এমনি।" এই বলে রনি চলে গেল।রনি ভাবতে লাগলো কি সুন্দর রে মেয়ে!!!বিশেষ কথা মুখটা মায়াবী।মুখের মধ্যে অনেক মায়া আছে।পরদিন ঠিক ওই টাইমে আবার রনি দেখলো।বন্ধুরা এ অবস্থা দেখে কি আর বলবে?কালকের মতই বলতে লাগলো।শান্ত বলল,"হেরে রনি,যেহেতু পছন্দ হয়েছে সেহেতু প্রোপজ কর।" রনি ভাবনার ছলে বলল,"সে যদি রাগ করে প্রোপজ করলে?" রনির বন্ধুরা হেসে উঠলো।কারণ কালকে বলতেই চাইলো না যে পছন্দ করে ।আজকে বলছে।তাদের হাসিতে রনির ভাবনার ছল কেটে গেল।রনি বলল,"কি বলিস?আমি ক্যান প্রোপজ করবো?" নীরব বলল,"নিশ্চয় তোর মাথা গেসে এই মেয়েকে দেখে।" রনি বলল,"এমনি একটা বলবি না।" রনি চলে গেল।ভালো লাগছে না কাকে যে দেখলাম এই ভাবনায় পড়ে আছে রনি।সবসময় শুধু ওর কথায় মনে হয়।রাতে স্বপ্নেও দেখে।রনি ভাবলো সত্যিই বলে দিব ওই মেয়েকে। পরদিন মেয়েটি আসার সঙ্গে সঙ্গে রনি সামনে দাঁড়িয়ে বলল,"তোমার নাম কি?" "জ্বি ইভা।" "কোথায় থাকো?" "এসব কেন শুনছেন?" "না এমনি।" "এমনি না।বলেন কি কারণ।বলেন।" "ইয়ে মানে।" "ইয়ে মানে তোমাকে ভালো লাগে।ঠিক বলেছি?" "হ্যা।" "শুনুন।আমি কখনো প্রেম করিনি।করিও না।আর করবোও না।না করেই সরাসরি বিয়ে করবে।" "প্রেম করার তো দরকার নাই।বিয়ে করলেই হবে।" "কি বলেন এসব?মাথা কি ঠিক আছে?" "হুমম।ঠিক আছে।," ইভা আর কিছু বলল না।চলে গেল ক্লাসে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০৫২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Fahad
    User ২ বছর, ৫ মাস পুর্বে
    very romantic gjgj

  • Md Mozahidul Islam ( PK )
    User ৪ বছর পুর্বে
    বাপরে গুন্ডি মেয়ে একেবারে বিয়ে।হাহাহা

  • M.Mofizul.Hossain
    Golpobuzz ৪ বছর, ১ মাস পুর্বে
    অনেক সুন্দর ইসরাত আপু gj

  • মোঃআলমামুন আলম (আরজু)
    Golpobuzz ৪ বছর, ৯ মাস পুর্বে
    ওরে....ছুটকি অনেক মজা পাইলাম গল্পটা পড়ে

  • Eshrat Jahan
    Golpobuzz ৪ বছর, ৯ মাস পুর্বে
    গল্পটা একটু বড় হবে।হযতো ৭-৮,পর্ব হবে।তারও বড় হতে পারে।আবার কমও হতে পারে।

  • Justin Hafiz
    User ৪ বছর, ৯ মাস পুর্বে
    নিলপরী....!!!! গল্পটা সুন্দর ছিল। শুধু একটু সিনেমাটিক ডায়ালগ হয়ে গেল। চালিয়ে যাও

  • Namika...
    User ৪ বছর, ৯ মাস পুর্বে
    Nice gj

  • ♦রিয়াদুল ইসলাম রূপচাঁন♦
    Golpobuzz ৪ বছর, ৯ মাস পুর্বে
    সুপার!

  • Ishika
    User ৪ বছর, ৯ মাস পুর্বে
    বাহ। ভেরি নাইস ! নেক্সট তারাতারি gj

  • রামিশা নূর রাওহা
    User ৪ বছর, ৯ মাস পুর্বে
    ওয়াও দোস্তিরে, হেব্বি রোমান্টিক।সেই লাগছে, পরের পার্ট তাড়াতাড়ি দে।