বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাঘাবাড়ি ভ্রমন

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tahsan faruk(guest) (০ পয়েন্ট)

X আমরা তখন ক্লাস ফাইভে পরিক্ষা দেয়েছি.তখন আমাদের অনেক দিন ছুটি ছিল..তাই আমরা সবাই মিলে বাঘাবাড়ি গেয়েছিলাম..আমাদের সাথে আমাদের শিক্ষক ও তাদের পরিবার ... মোটামুটি আমরা সবাই ভালো ভাবে সেখানে গিয়েছিলাম..আমরা বাঘাবাড়ি তে যাওয়ার জন্যএকটা বড় ছেলো ভাড়া করেছিলাম ... কিন্তু দুঃখের বিষয় হল আমরা শুধু সেখানে গেয়েছিলাম কিন্তু কোনো কিছু দেখতে পারি নি.. আমাদের স্যারেরা আমাদের না নিয়ে তাদের পরিবার আর ছাত্রীদের নিয়ে গেয়েছিলো.. বাঘাবাড়ি দুধ মিল হলো দেখার মতো জায়গা .. গ্রামের সমস্ত গাভীর দুধ তারা কিনে নেয় আর সেখানে এগুলো অন্যান্য জায়গায় পাঠিয়ে দেয়...এর ভিতরে অনেকগুলো মিল আছে ..যা দুধ প্যাকেট করানোর জন্য কাজ করে...আমরা ভিতর যাইনি তাই বেশি কিছু বলতে পারব না... সেখানে একটা দ্বীপ দেখানোর কথা ছিল.. কিন্তু সেটাও আমাদের দেখানো হলো না...মনের কষ্টে সবাই শুধু ছেলোতে বসে আছে...তখন আমাদের মাঝে থেকে একজনকে গান গাইতে বলা হলো মনের কষ্টে সে কষ্টের গান গাইতে লাগলো..আর আমরা তার সাথে তাল মিলাচ্ছি... মাঝিকে বললাম আপনি ছেলো টাকে নদীর মাঝখানে নিয়ে যান.. আমাদের জোরাজুরিতে সে ছেলো মাঝখানে নিয়ে এলো..তখনই আরেকটা সমস্যা দেখা দিল.. আমাদের স্যার রা সবকিছু দেখে ইতিমধ্যে চলে এসেছে.. দূর..আমরা এখন লাফাবো তাও করা হলো না... ...আমাদের মাঝেমধ্যে আবারও নদী সফর করতে বলা হয়.. কিন্তু আমাদের নদীর অভীঙ্গতা হয়েছে সেদিন নদী সফর করে... এখন আমরা আমাদের বন্ধু রা মিলে বগুড়া এসেছি ..এখন আমরা একটু অন্যরকম অনুভব করছি.. আসলেই সুন্দর এই বাংলাদেশটা ঘুরে দেখতে ভালোই লাগে... আল্লাহ হাফেজ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫৫৮ জন


এ জাতীয় গল্প

→ বাঘাবাড়ি ভ্রমন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন