বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পহেলা বৈশাখের স্মৃতি

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X লেখকঃ মিম আজ ১৪২৫ বাংলা সনের প্রথম দিন। বছরের প্রথম দিন মানেই নববর্ষ। আর বাংলা বছরের প্রথম মাস হচ্ছে বৈশাখ। সুতরাং বাংলায় নববর্ষের সূচনা হয় পহেলা বৈশাখ দিয়ে। প্রতি বছরই এই দিনে আমার কাজকর্ম থাকত একরকম, আর এবার থাকবে আর এক রকম। প্রতি বছরই স্কুলে পহেলা বৈশাখ উদযাপিত হতো। শাড়ি,চুরি,ফুল,আলতা,আবীরে সবাই হতো সাজোয়ান। সবার কপালে বাধা থাকত পহেলা বৈশাখে লেখা কাপড়। অনেকেই হাতে মুখে অঙ্কন করতো বাংলার ঐতিহ্যবাহী নানা জিনিস। স্কুল প্রাঙ্গন সাজানো হতো রং,ফুল,কাগজ, কাপড় দিয়ে। আমরা সব বন্ধু-বান্ধবরা যেতাম এক এক জনের বাড়িতে। তাছাড়া আমাদের গ্রামেও পহেলা বৈশাখের অনুষ্ঠান হতো।সেখানে থাকতো বাংলার ঐতিহ্যবাহী নানা খাবার, খেলনা, ঘরোয়া জিনিস,খেলা ইত্যাদি। সবথেকে মজার ছিলো কলা গাছে উঠে রুমাল পাড়ার খেলা। একে তো কলাগাছ তার পর আবার তাতে তেল মাখিয়ে দেওয়া হতো।উঠে বুঝুক, কেমন মজা। আসলে আগের দিনগুলো সত্যিই মধুর ছিল। কি করে যে সেই দিনগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলো!! এবার আমরা এস.এস.সি পরীক্ষা দিয়েছি।এবার সবাই যার যার মতো পহেলা বৈশাখ পালন করবে। কেউ কারো বাড়ি যাবে না, সবাই একসাথে মজা করা হবে না।পুরোনো দিনের সেই আড্ডা আর দেওয়া হবে না । আর কোনোদিনই হবে না। এস.এস.সি পরীক্ষার পরে আত্নীয় স্বজনদের বাড়ি বেড়াতে বেড়াতে এই কথাগুলো সবসময় মনে পড়ে নি। মনে পড়েছে দুই দিন। যেদিন সবাই খালি পায়ে হাতে ফুলের তোড়া নিয়ে স্কুলে যাচ্ছিলো, আর একটু পরেই বড় এক মিছিল।যেখানে বারবার ধ্বনিত হচ্ছিল, "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" গানটি।আর "রফিক,শফিক,জব্বার ভাই আমরা তাদের ভুলি নাই","ভুলি নাই ভুলব না একুশের চেতনা",ইত্যাদি স্লোগান। সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি।প্রতিবছর খালি পায়ে ফুল হাতে আমিও স্কুলে যেতাম, ঐ মিছিলে আমিও থাকতাম। সেদিন খুব মনে পড়ছিলো স্কুল লাইফের কথা। আর আজ মনে পড়ছে। সবাই যখন সাজোয়া হয়ে মুখে হাসি নিয়ে স্কুলে যাবে তখন আমার পূর্ব দিনকার স্মৃতি স্মরণ হবে।স্কুল লাইফের কথা,ফ্রেন্ডদের কথা,শিক্ষকদের কথা খুব মনে পড়বে। তাছাড়া এবছর আমাদের এলাকায়ও পহেলা বৈশাখ হচ্ছে না। ♣♣♣ ♣♣♣ ♣♣♣


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now