বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কালো রাত

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Tuhin (গ্যাংস্টার) (০ পয়েন্ট)

X দাদু : খুব মশা হইয়াছে আমি : হুম.. আজ খুব মশা করছে যে কেন? দাদু : হারিকেন বন্ধ করিয়া দিস আমি ঘুমাব আমি : আচ্ছা ........... রাত কেটে গেল........ মা : অই অঠ অঠ.. মরবি না কি? ( কান্নাস্বরে ) আমি : তুমি কাদছ কেন মা? একটু ঘুমাতে দেও না মা : আরে.. কাল রাত মিলিটারি যোদ্ধা এসেছিল পাশের মহল্লায় আমি : ( এক টানে উঠলাম ) কি কি কি? মা : হে.. পাশের মহল্লার অনেক লোকদের মেরেছে আমি : তাহলে.. দাদু : তুহিন চল ভারত পালামু... ( বাহির থেকে এসে ) আমি : রেডিও চালাও তো দাদু : হে চালাচ্ছি ......... রেডিও : কাল রাতে পশ্চিম পাকিস্থানি মিলিটারি ফোউস পুব পাকিস্থানে অনুপ্রবেশে তারা অনেক বাংগালীদের হনন করেছে এবং শেখ মুজিবকে গ্রেপ্তারি করেছে। বাংগালীরা তাকে "কালো রাত" বলে অাক্ষায়িত করে ( বন্ধ ) আমি : আমি জামু না যুদ্ধ করব মা : কি বলছিস? দাদু : না দাদু ভাই তোর বাপ হারার পর আর কাউকে হারার শক্তি না আমার পক্ষে আমি : কিন্তু আমার মতো কেউ যদি যুদ্ধ না করে তাহলে আমরা বিজয় লাভ করমু কি ভাবে? মা : সেটা আমি জানি না। তোর কিছু হলে আমি থাকমু কি নিয়া? ………………Waiting For Part II …………… কপি মনে করে পড়বেন না প্লিজ আর রেটিং দিবেন Md Tuhin


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৯১৫ জন


এ জাতীয় গল্প

→ পঁচিশে মার্চ কালোরাত
→ কালো রাত ( ২ )
→ আনিস মিয়ার সেই ভয়ঙ্গর রাত।(কালো থাবা)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • সাদিয়া আফরিন
    Golpobuzz ৪ বছর, ৪ মাস পুর্বে
    সুন্দর । gj