বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অগ্নিবীণা এক্সপ্রেস (ঘ)-10

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X একজন অল্প বয়সী ছেলে এসে দোকানীকে বলছে আচ্ছা 'মায়া ভাবীর পরকীয়া' বইটা আছে । আছে একদাম একশ বিশ । ঠিক আছে দিন । বিক্র্তার ভিতর থেকে বইটি এনে কিশোরটির হাতে দিল । কিশোরটি বইটা না দেখে পিছন ফিরে চলে গেল । ট্রেন ছাড়ার মনে হয় আরও দেরি আছে । কিংবা আজ আদৌ ট্রেন ছাড়বে কিনা কে জানে । প্ল্যাটফর্মের. কোনায় এক কিশোরীকয়লায় আগুন পাখা দিয়ে তা বাতাস করছে । লোকজনের ভীড় লেগে আছে চারপাশ । অনন্ত এগিয়ে যায় । জ্বলন্ত কয়লার উপর নেট দেওয়া । তীর উপর ঢেকিছাটা চাউলের আটার মুঠো পিঠা । অনন্তের মার কথা মনে পড়ে । । মা এই পিঠা বানিয়ে অনন্তকে অনেক খেতে দিয়েছে । চাল ভাঙতে গিয়ে ঢেকিতে একবার মার হাত পড়ে যায় । মার. হাতের কনিষ্ট আঙুল থেথলে গিয়েছিলো । মার নখের উপর ঐ দাগটা সারা জীবন ছিল । দুই ধরনের পিঠা আছে । একটা সাদা পিঠা আরেকটা ঝালপিঠা । অনন্ত সাদা পিঠা টা নিল । কয়লার আগুনে সাদা পিঠা র চারদিক খুব ভালো লাগে খেতে । পিঠা খাওয়া শেষে অনন্তঃ- সিগারেট ধরালো । এমনি সে সিগারেট খুব একটা খায় না । মাঝে মানুষ । রুবাইত ফেরদৌস সিগারেট খেতে খেতে আনমনে হয় গেল । মনে হয় গভীর চিন্তায় আচ্ছন্ন দেহ মন । অগ্নিবীণার ফার্টক্লাস এখন. অনেকটা ফাকা ফাকা । যুথি গান শুনছে আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে । অগ্নিবীণা এক্সপ্রেসকে আজ কয়লা চালিত ইন্জিনের মত লাগছে । উত্তম কুমার ঐ ট্রেন দিয়ে বিলেত হতে কলকাতায় ফিরছে । কিন্তু পথে হল দেরি । ডানদিকের জানালায় তাকিয়েই যুথির মেজাজটা বিহড়ে গেল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩১৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Riadul Islam Rupchan(একলা পৃথিবী)
    Golpobuzz ৬ বছর, ৭ মাস পুর্বে
    agnibina express er Notun kahini niye SSSI...