বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

রহস্যময় পুতুল পর্ব (5)শেষ পর্ব

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X মায়া..শুধুই মায়া।বদি সাহেবের গল্প ক্রমশ আমাকে টেনে নিয়ে যাচ্ছিল জানা অজানা এক ঘুর্ণিপাকের গভীরে। তিনি হঠাৎ থেমে গেলেন।আমি ব্যাকুল হয়ে বললাম,তারপর কী হলো?তিনি বললেন,তারপর আমি যেনো এক অন্য মানুষ হয়ে গেলাম। একদিন মালিককে বললাম,দয়া করে আমাকে ছুটি দিয়ে দিন।আমি আমার দেশে চলে যাবো। তিনি আবারও অনেক টাকা দিয়ে বললেন,টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দাও।আর এদেশেই তুমি একটা বিয়ে করে নাও।এই বাড়িতেই তুমি থাকবে।আমি মারা গেলে সবই তোমার ছেলেরা পাবে। তারপর? তারপর আমি সে দেশেই বিয়ে করলাম। মালিকের কথা অমান্য করতে পারলাম না।আমার দুটি ছেলে হলো।মালিক মারা যাওয়ার পূর্বে আমার ছেলেদের নামে সব সম্পত্তি তিনি উইল করে গেলেন তারপর?তারপর একদিন আমিও বৃদ্ধ হয়ে গেলাম।তখন আমার ছেলেরাও বড় হয়ে গেছে।একদিন ওদের বললাম,তোমরা এখন বড় হয়েছো।তোমার দাদুর মত আমিও কখন মারা যাই তার ঠিক নাই। আমার জন্মভূমি বাংলাদেশের জন্য মনটা কেমন ছটপট করছে।আমি আমার দেশে চলে যাবো।তারপর স্ত্রি ছেলেদের ছেড়ে চলে আসলাম নিজ জন্মভূমিতে সেদেশে কী আবার গিয়েছিলেন? বদি সাহেব উদাস ভঙ্গিতে বললেন না,জন্মভূমি ছেড়ে আমার মন সেখানে যেতে চাইলোনা,বাংলার মাটিতে চিরনিদ্রা যাব এখনো প্রহর গুনছি। সমাপ্ত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৩৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now