বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিঙ্গাপুর ভ্রমণ-৪

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X এমন ভাবে বিশ্বের আরো কয়েকটি দেশ হতে ঘড়ি এনেছিলাম তাও একই অবস্থা অর্থাৎ দুই তিন নাম্বারী কারবার আর কি । সিঙ্গাপুর এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জিজ্ঞেস করেছিলাম এত ছোট্ট দেশ বিশ্বে উন্নতি চরম শিখরে কেমনে গেল উত্তরে বলেছিল ঐ যে বড় বড় শিল্পকারখানা দেখছেন এককালে সব সরকারী ছিল প্রচুর লোকসান তাই বেসরকারীকরণ করে দিয়েছে এমনকি রাস্তাঘাট টেলিযোগাযোগসহ । এখানে কাজের মান,দক্ষতা,কাজের আউটপুট বিবেচ্য বিষয় । তাই দাড়িয়ে চিন্তা হল প্রচলিত বাক্য সরকারী মাল দরিয়ামে ঢাল,তেমন ব্যবস্থা এখানে নেই বুঝি । পাঠকবৃন্দ ,মাউন্ট এলিজাবেথ হাসপাতাল এর নাম বাংলাদেশের কম বেশী সবাই জানেন গিয়েছিলাম দেখতে । প্রথম দেখায় মনে হয়েছে বিলাসবহুল হোটেল বুঝি! পরে খেয়াল হয়েছে এতো সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতাল যেখানে আশরাফুল মাখলুকাত অসুস্থ হলে চিকিৎসার জন্য এখানে আনা হয় । অবাক হয়েছি নাম না বলাই ভাল অনেক দেশের হাসপাতাল দেখেছি অস্ট্রেলিয়ান গরুও বোধকরি থাকতে চাইবে না ঠিক মৃত্যুর আগে তুলসি গাছের নিচে শেষ খাটিয়ায় শোয়ানো মত সিঙ্গাপুর এত ভাল লেগেছিল যে আসতেই মন চাইছিলো না তবুও চলে আসতে হয়েছে মায়ের কোলে ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now