বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এই নির্মম পৃথিবীর পরিহাস

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ রাহিম ইসলাম (০ পয়েন্ট)

X একদিন আমরা ছিলাম এমন এক জায়গায় যার কথা শুধু লোকমুখে শোনা। যানি না কবে পৃথিবীর মুখ দেখেছি। দেখেছি কার মুখ প্রথমবার। আমাদের কেন দেওয়া হলৌ এই নির্মম পৃথিবীতে। কোথা থেকে এসেছি? কিভাবে এসেছি? আমরা জানি না! কিভাবেই বা জানবো তখন তো আমাদের বোঝার ক্ষমতা ছিল না । আবার যখন আমরা চলে যাব থাকবোনা কো এ নির্দয় পৃথিবীতে তখন আমার ওপর থাকবে না কাউর বিশ্বাস। তখন যদি আমি একটু উঠে বসি তাহলে সকলে উঠে পালাবে । কিন্তু কেন? হয়ত আমি মৃত বলে। তবে একদিন সকলে আমার জাগার জন্যেই অপেক্ষা করত। কারন আমি না জেগে না কাজে গেলে তারা অন্ন পাবে না। সামান্য খাবারে লোভে তারা আমার জয়গান গাইত। আর এখন........................... আর এখন তারা আমার জন্যে একটুকুনো অপেক্ষা করে না আবার বলে আমাকে দ্রুত এ পৃথিবীর বুক থেকে মাটির তৈরি অন্ধকার ঘরে রেখে আসতে। তখন হয়ত এ মনে প্রশ্ন জাগবে কেন করেছিলাম বিবাহ আর কেনইবা নিয়েছিলাম সন্তান! কেন আমি এত কষ্ট করে এদের মানুষ করলাম। কেনই বা নিজের জীবনের মায়া ত্যাগ করে এদের পেটে অন্ন করে দিলাম । আমার কষ্টকে এরা হয়ত ভূলে গেছে নইতো কেন এরা এতটুন আক্ষেপের সাথে বলছে না আমার শেষ হকটুকু মিটাবার কথা। আমি এখন বুঝতে পারছি যে আমি কত্ত বড় ভূল করেছি। আমি যদি কিছু সময় অন্যদের সেবা করতাম তাহলে কত লোকই না আমার জন্যে কষ্ট পেত। বিরহের সাথে বলত অমুক লোকটা আজ পৃথিবীর বুকে জিবিত নেই। আমি উৎসাহের কত উদাহরন হতাম। লোকটা কত্ত ভালো...... লোকটা কত ভালো ছিল। তারা বলত গরিবীরে ওপর ছিল তার অসিম মায়া মমতা। আমি থাকতাম কত্ত জনের নয়নের মনি। আমার নাম লিখা থাকত স্বর্ণাক্ষরে। লিখা থাকত মানুষের অন্তর মাঝারে। আমি হতাম কতজনের কবিতার ছন্দ,কতজন ভালোবাসত আমায়। আমি থাকতাম ইতিহাসের পাতার একজন স্বরনিয় মানুষ হিসেবে। এই পৃথিবীতে বর্তমানে আমরা কত্ত সুখ বোধ করি। কিন্তু একবার যদি গরিবে মনে ঢুকি তাহলে আমরা কোনদিন সুখ ভোগ করতে চাব না। করব গরিব দের সাহাহ্য। আমরা সারা জিবন কাটাতে চাইব গরিবকে সাহাজ্য করে। যার পূন্য সারা জীবন গুনেও শেষ করতে পারতাম না কিন্তু এখন পাপের ভার সহ্য করতে পারছি না । আমরা হাসি........ আমরা হাসি হুল্লরে মেতে থাকি। কিন্তু একবার কী দেখেছি গরিবের কষ্ট। কোন দিন করতে গিয়েছি তাদের এতটুকুন সাহাজ্য। ইচ্ছে ছিল যাবার দিনে তোমাদের কষ্ট দেব না । কিন্তু আমার ইচ্ছেটা পূরন হলো না। কারন আমি..... আজ এ পৃথিবী বড় নির্মম নিষ্ঠুর। একদিন ইচ্ছে হতো তোমাদের আড়ালে ডেকে বলি এই পৃথিবীর নিষ্ঠূরতার কথা। বলতে চাইতাম আমার কষ্টের কথা। কিন্তু সাহস হয় নি সাহস করে এক পা এগোয় দুই পা পিছায় । তোমাদের আমার লাগত ভয়।। সাহস করেও সাহস হারাতাম কারন তোমরা তো আমায় ভাবতে অভিসাপ তাই সাহস হই নি। তাই এখন এই নিষ্ঠুর টা পৃথিবী থেকে চলল। ভালো থেকো তোমরা । আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার এই মৃত্যুতে তোমাদের মঙ্গল হলে আজ আমি মরেও শান্তি তে থাকব ভালো থেকো............ সমাপ্ত *********


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৩৬৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now